কলকাতা, 23 অগস্ট: শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা ও তদন্তের মাঝেই প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Primary Education Board) সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) ৷ তাঁর স্থলাভিষিক্ত হলেন ডঃ গৌতম পাল । কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য তিনি ৷
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal Teacher Recruitment Scam) তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ অনেক আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ । নতুন সভাপতি নিযুক্ত না-হওয়া পর্যন্ত পর্ষদ সভাপতির দায়িত্ব সামলাবেন পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচী, এমনটাই জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তবে এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন মানিক ভট্টাচার্য । কিন্তু তাঁর আবেদনে সাড়া দেয়নি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । অবশেষে মানিক ভট্টাচার্যকে তাঁর পদ থেকে সরানো হল ।