কলকাতা, 11 অক্টোবর:সোমবার রাতে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডি গ্রেফতার করেছে প্রাথমিক শিক্ষা সংসদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya arrested by ED) ৷ সভাপতি থাকাকালীন ক্ষমতার অপপ্রয়োগ করে অযোগ্যকে চাকরি পাইয়ে দেওয়া-সহ একাধিক অভিযোগ তাঁর বিরুদ্ধে ৷ সোমবার রাতে জিজ্ঞাসাবাদের পর তাঁর বয়ানে অসঙ্গতি পাওয়ায় গ্রেফতার করা হয় প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতিকে ৷ আপাতত তাঁকে হেফাজতে নিয়ে নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত বাকিদের নাম জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসারেরা ৷ তা জানতে গিয়েই একটি নাম নিয়ে রহস্য দানা বেঁধেছে ৷
গ্রেফতারির পর মানিক ভট্টাচার্যের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে এবং তাতে একাধিক হোয়াটস অ্যাপ চ্যাট থেকে চাঞ্চল্যকর সব তথ্য হাতে পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর গোয়েন্দারা ৷ ইডি মানিক ভট্টাচার্যের একটি হোয়াটস অ্যাপ নম্বর থেকে বিভিন্ন শিক্ষার্থীদের মার্কশিট পেয়েছে, যেখানে লেখা থাকত সংশ্লিষ্ট মার্কশিটটি উচ্চ কর্তৃপক্ষের থেকে অনুমোদনপ্রাপ্ত । এছাড়াও সংশ্লিষ্ট নম্বরটি মানিক ভট্টাচার্যের ফোনে 'আর কে' নামে সেভ করা । আপাতত এই 'আর কে'-র পরিচয় জানতেই উদ্যোগী এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷