কলকাতা, 23 সেপ্টেম্বর : কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) । প্রথমে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও পরে ডিভিশন বেঞ্চ তাঁকে অপসারণ করার নির্দেশ দিয়েছিল । সূত্রের খবর, সেই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিমকোর্টে আবেদন জানিয়েছেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya appeals Supreme Court against Calcutta HC order) ৷
মামলাটি গ্রহণ করে সুপ্রিমকোর্ট সমস্তপক্ষকে নোটিশ জারি করেছে । আগামী 27 সেপ্টেম্বর শীর্ষ আদালতে এই মামলার শুনানি । উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পর্ষদের সভাপতিকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । পরে সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মানিক ভট্টাচার্য আবেদন করলেও বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চও সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখে । সেই নির্দেশের বিরুদ্ধেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মানিক ভট্টাচার্য ৷