কলকাতা, 6 ডিসেম্বর : সাতসকালেই শহরে খুনের ঘটনা । এবার নাদিয়াল থানায় এলাকায় গঙ্গার ধারে খুন । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থানে যায় পুলিশ । অভিযুক্ত 4 জন পালানোর চেষ্টা করলেও ঘটনাস্থান থেকেই তাদের গ্রেপ্তার করে পুলিশ ।
সাতসকালে খুন বন্দর এলাকায়, ঘটনাস্থান থেকে গ্রেপ্তার 4 - খুন বন্দর এলাকায়, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার 4
সাতসকালেই শহরে খুনের ঘটনা । এবার নাদিয়াল থানায় এলাকায় গঙ্গার ধারে খুন । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থানে যায় পুলিশ । অভিযুক্ত 4 জন পালানোর চেষ্টা করলেও ঘটনাস্থান থেকেই তাদের গ্রেপ্তার করে পুলিশ ।
![সাতসকালে খুন বন্দর এলাকায়, ঘটনাস্থান থেকে গ্রেপ্তার 4 man killed, 4 arrested](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5286895-thumbnail-3x2-port.jpg)
পুলিশ সূত্রে খবর, গতরাতে নিউ মার্কেটের সিগারেট কল এলাকার নওশর, ডেন্ট মিশন রোড এলাকার রাজ মোর্তাজা, ডাঃ এ কে রোডের শাহনওয়াজ আহমেদ, ওই এলাকারই আমান শফি ও আসগর আলি নিউমার্কেট এলাকায় পান-ভোজনের একটি পার্টি করে । তারপর আজ সকালে তারা আসে নাদিয়াল থানা এলাকার বেঙ্গল বন্ড গ্রাউন্ডে । সেখানে আবারও মদ্যপান করে তারা । তারপর হঠাৎই নওশরের মাথায় ইট দিয়ে আঘাত করতে থাকে । ঘটনাস্থানেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে নওশর । তারপর তার পেটে ছুরি চালিয়ে দেয় । মৃত্যু নিশ্চিত করার পর বাকি চারজন মিলে নওশরের দেহ গঙ্গায় ফেলে দেওয়ার চেষ্টা করে ।
ঘটনাস্থানের খুব কাছেই নাদিয়াল থানা । স্থানীয় সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । চার অভিযুক্ত পালানোর চেষ্টা করছিল । তাদের গ্রেপ্তার করা হয়েছে । পুলিশ সূত্রে খবর, এই খুনের মাস্টারমাইন্ড রাজ মোর্তাজা । কিন্তু কেন এই খুন? ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরোটাই জানার চেষ্টা করছে পুলিশ ।