কলকাতা, 24 জানুয়ারি : ঘড়ির কাঁটায় দশটা-সাড়ে দশটা । রবিবারের বাজার গরম । মাছ, মাংস থেকে সবজি - পসরা সাজিয়ে ব্যবসায়ীরা । চলছে হাঁক-ডাক ।
মুখে মাস্ক পরে বাজার ঘুরে জিনিস কিনছিলেন এক ব্যক্তি । প্রথমেই গেলেন মাছের দোকানে । বয়স্ক মাছ বিক্রেতাকে বললেন, "সব মাছ কত তে দেবে মাসি?" মাসি তো শুনে বেজায় খুশি । রফা হল হাজার টাকায় । মাছ কিনলেন । এরপর সবজি বাজারে গিয়ে পটল, মুলো মিলিয়ে গোটা 40 টাকার বাজার করলেন । বাইরেই রাখা ছিল তাঁর বাইক । যাওয়ার আগে এক ডাবওয়ালার কাছ থেকে 100 টাকার ডাব কিনে বাইক নিয়ে বেরিয়ে গেলেন ব্যক্তি ।