পশ্চিমবঙ্গ

west bengal

এলেন, বাজারও করলেন, দিয়ে গেলেন জালনোট

মাস্ক পরে হরিদেবপুর বাজার থেকে জালনোট দিয়ে জিনিস কিনে বাইকে করে চম্পট ব্যক্তির ।

By

Published : Jan 24, 2021, 8:44 PM IST

Published : Jan 24, 2021, 8:44 PM IST

ETV Bharat / city

এলেন, বাজারও করলেন, দিয়ে গেলেন জালনোট

fake notes
fake notes

কলকাতা, 24 জানুয়ারি : ঘড়ির কাঁটায় দশটা-সাড়ে দশটা । রবিবারের বাজার গরম । মাছ, মাংস থেকে সবজি - পসরা সাজিয়ে ব্যবসায়ীরা । চলছে হাঁক-ডাক ।

মুখে মাস্ক পরে বাজার ঘুরে জিনিস কিনছিলেন এক ব্যক্তি । প্রথমেই গেলেন মাছের দোকানে । বয়স্ক মাছ বিক্রেতাকে বললেন, "সব মাছ কত তে দেবে মাসি?" মাসি তো শুনে বেজায় খুশি । রফা হল হাজার টাকায় । মাছ কিনলেন । এরপর সবজি বাজারে গিয়ে পটল, মুলো মিলিয়ে গোটা 40 টাকার বাজার করলেন । বাইরেই রাখা ছিল তাঁর বাইক । যাওয়ার আগে এক ডাবওয়ালার কাছ থেকে 100 টাকার ডাব কিনে বাইক নিয়ে বেরিয়ে গেলেন ব্যক্তি ।

জালনোট দিয়ে জিনিস কিনে চম্পট ব্যক্তির

রবিবারের বাজারের খুবই চেনা ছবি, তাই তো ? কিন্তু, ওই ব্যক্তি বেরিয়ে যেতেই হট্টোগোল শুরু হয় বাজারজুড়ে । দেখা গেল, পুরোটাই জাল নোট দিয়ে জিনিস কিনেছেন ওই ব্যক্তি । রে রে করে উঠলেন বিক্রেতারা । চলল অনেক খোঁজাখুঁজিও । কিন্তু, কোথায় কে ? ততক্ষণে চম্পট দিয়েছেন কীর্তিমান ।

আজ সকালে এমনই ঘটনার সাক্ষী রইল হরিদেবপুরের বাজার । ইতিমধ্যে হরিদেবপুর থানায় বিষয়টি জানানো হয়েছে । ওই ব্যক্তির খোঁজ চালাচ্ছে হরিদেবপুর থানার পুলিশ ।

আরও পড়ুন : কলকাতায় উদ্ধার 10 লাখ টাকার জালনোট, গ্রেপ্তার 1

ABOUT THE AUTHOR

...view details