পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ঘরের মধ্যে রক্তাক্ত মহিলা, ঝুলছে স্বামীর দেহ - স্ত্রীকে খুনের চেষ্টা

পুলিশের অনুমান, ভারী কোনও জিনিস দিয়ে স্ত্রীকে ব্যাপক মারধর করেছেন মৃত্যুঞ্জয় । মহিলার মুখ এবং মাথায় গভীর ক্ষত রয়েছে ।

আত্মহত্যা স্বামীর
আত্মহত্যা স্বামীর

By

Published : Jan 30, 2020, 6:09 AM IST

কলকাতা, 30 জানুয়ারি : ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মহিলা ৷ পাশেই ঝুলছে স্বামীর দেহ ৷ ঘটনাটি পঞ্চসায়র থানার মুকুন্দপুরের শতাব্দী পার্ক এলাকার । মৃতের নাম মৃত্যঞ্জয় কর্মকার (43) ৷ ঘটনার তদন্তে নেমেছে পঞ্চসায়র থানা ।


শতাব্দী পার্ক এলাকার একটি আবাসনের ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতেন মৃত্যুঞ্জয় কর্মকার ৷ পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে তিনটে নাগাদ পিঙ্কি কর্মকার নামে এক মহিলা ওই ফ্ল্যাট থেকে গোঙানির আওয়াজ শুনতে পান । ভালো করে কান পেতে বুঝতে পারেন কেউ দরজা খোলার জন্য কাতর অনুরোধ করছে । কথা জড়ানো । কণ্ঠ কোনও মহিলার । তিনি দ্রুত তাঁর স্বামীকে ফোন করেন । মুহূর্তে প্রতিবেশীদের অনেকেই জড়ো হয়ে যায় । তাদের চেষ্টায় ভেঙে ফেলা হয় ফ্ল্যাটের দরজা । ভেতরে দেখা যায় খাটের মধ্যে গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছেন মৃত্যুঞ্জয়ের স্ত্রী রুমা কর্মকার (36) । পাশেই সিলিং থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছেন মৃত্যুঞ্জয় ৷ খবর দেওয়া হয় পঞ্চসায়র থানায় । রুমাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে । সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

ওই দম্পতির 15 বছরের এক মেয়ে রয়েছে । সরস্বতী পুজো উপলক্ষ্যে সে স্কুলে গেছিল । এরই মাঝে ঘটে যায় ওই ঘটনা । পুলিশ মৃত্যুঞ্জয়ের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । কীভাবে এই ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত চলছে । প্রাথমিকভাবে তদন্তকারীদের ধারণা, স্ত্রীকে খুনের চেষ্টা করে আত্মঘাতী হয়েছেন মৃত্যুঞ্জয়বাবু । তিনি হয়ত ভেবেছিলেন, স্ত্রীর মৃত্যু হয়েছে । তারপরই তিনি আত্মহত্যা করেন বলে পুলিশের অনুমান ।

ABOUT THE AUTHOR

...view details