কলকাতা, 28 ডিসেম্বর : রাজ্যজুড়ে চলছে CAA-NRC নিয়ে মিছিল । কেউ সরব হচ্ছেন বিরোধিতায় । কেউ সমর্থনে স্লোগান তুলছেন ৷ আর সেই ভিড়ে মিশেই পকেটমারির অভিযোগ ৷ তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ৷
মিছিলে সামিল হয়ে পকেটমারি, গ্রেপ্তার ব্যক্তি - কলকাতায় পকেটমার গ্রেপ্তার
মিছিলের ভিড়ে মিশে পকেটমারি ৷ অভিযোগ পেয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ৷
নাগরিকপঞ্জি সংশোধনী আইন নিয়ে কলকাতায় চারদিন পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো । সেই মিছিলে সামিল হয়েছে তৃণমূল কর্মী, সমর্থকরা । আর সেই মিছিলের ভিড়ে মিশে পকেটমারির অভিযোগ ৷ তৃণমূল এবং ছাত্রদের মিছিলে পকেটমারির অভিযোগ পায় পুলিশ । তারপর থেকে সব মিছিলে তারা নজর রাখছিল । BJP-র ধন্যবাদ মিছিলে ফের চুরি হয় চারটি মোবাইল । তার মধ্যে ছিল খড়গপুরের এক নেতার স্মার্টফোনও ।
তদন্তে নেমে BJP-র মিছিল থেকেই ওয়াচ সেকশন গ্রেপ্তার করে শেখ আলাউদ্দিন ওরফে বাড়িওয়ালা নামে এক ব্যক্তিকে । শ্যামবাজারে BJP-র সভা চলাকালীন গ্রেপ্তার করা হয় তাকে । ধৃতের কাছে উদ্ধার হয় 4টি স্মার্টফোন । আলাউদ্দিন স্বীকার করেছে, নানা মিছিল-মিটিংয়ে মিশে গিয়ে পকেটমারির কাজ অনেকদিন ধরেই করছে সে । মিটিং মিছিলে পকেটমারির সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে বলে সে জানিয়েছে ৷ বাকিদেরও ধরতে নজরদারি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ৷