কলকাতা, 16 অক্টোবর: দাদুর বয়স 27 বছর। অভিযোগ, সেই যুবক অর্থাৎ “দাদু" সম্পর্কিত নাতনির শ্লীলতাহানি করেছে। ঘটনাটি ওয়াটগঞ্জ থানা এলাকার। নাতনির শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সম্পর্কিত দাদুকে। তার বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করেছে পুলিশ।
নাতনির শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার দাদু - kolkata molestation
২৭ বছরের মহম্মদ মোস্তাকের বাড়ি ওয়াটগঞ্জ থানা এলাকার কবিতীর্থ সরণিতে। এলাকায় সে মাইকেল নামেই পরিচিত। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দূরসম্পর্কের এক নাতনির শ্লীলতাহানি করেছে সে । অভিযোগ দায়ের হয়েছে ওয়াটগঞ্জ থানায়।
পুলিশ সূত্রে খবর, ২৭ বছরের মহম্মদ মোস্তাকের বাড়ি ওয়াটগঞ্জ থানা এলাকার কবিতীর্থ সরণিতে। এলাকায় সে মাইকেল নামেই পরিচিত। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দূরসম্পর্কের এক নাতনির শ্লীলতাহানি করেছে সে । অভিযোগ দায়ের হয়েছে ওয়াটগঞ্জ থানায়। ওই শিশুকন্যা আপাতত SSKM হাসপাতালে ভরতি। সেখানে তার মেডিকেল চেক আপ হবে।
ঘটনার জেরে গতকাল কবিতীর্থ এলাকায় উত্তেজনা ছড়ায় । পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে মাইকেলকে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376 ধারায় এবং POCSO আইনে মামলা রুজু করা হয়েছে।