কলকাতা, 29 জুন: কলকাতা পৌরনিগমে ঢুকে মানুষকে ভুয়ো চাকরি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল নিউ মার্কেট থানার পুলিশ । ধৃতের নাম, অশ্বিনী মিশ্র । আটক করা হয়েছে তার সঙ্গীকেও ।
জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক নকল সার্টিফিকেট এবং কলকাতা পৌরনিগমের নথিপত্র (Kolkata crime news)। 2 যুবককে চাকরি দেওয়ার নাম করে কলকাতা পৌরনিগমে ডেকে আনে ওই ব্যক্তি । এরপর একেবারে কলকাতা পৌরনিগম চত্বরেই ওই দুই যুবককে নকল নথিপত্র হাতে তুলে দিয়ে কয়েক লক্ষ টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই ধৃতের বিরুদ্ধে । এরপরেই সন্দেহ হয় দুই যুবকের । সঙ্গে সঙ্গে নিউ মার্কেট থানায় অভিযোগ জানানো হলে পুলিশ 2 ব্যক্তিকে আটক করে । রাতে নিউ মার্কেট থানায় কলকাতা পৌরনিগমের তরফ থেকে একটি অভিযোগ দায়ের হয়েছে । এরপর ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ । পাশাপাশি এই ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তির অপর এক সঙ্গীকেও আটক করা হয়েছে ৷