পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনায় মারা গেলেন মমতার দীর্ঘদিনের সঙ্গী মানিক মজুমদার - Chief Minister of West Bengal

মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের একদম প্রথম দিনের সঙ্গী হলেন মানিক মজুমদার। যখন বাংলায় যুব কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন মমতা, তখন থেকেই তাঁর অফিসিয়াল যাবতীয় কাজকর্ম সামলেছেন মানিকবাবু।

mamata's close aid manik majumder died
কোরোনায় মারা গেলেন মমতার দীর্ঘদিনের সঙ্গী মানিক মজুমদার

By

Published : Jan 2, 2021, 1:29 PM IST

কলকাতা, 2 জানুয়ারি : প্রয়াত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী মানিক মজুমদার। কোরোনা সংক্রমণে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। প্রায় 40 বছরের বেশি সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দলীয় অফিস সামলাতেন তিনি। মানিক মজুমদারের মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী। তিনি প্রয়াত মানিকবাবুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ নিয়ে তিনি টুইট করে শোকবার্তা দেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের একদম প্রথম দিনের সঙ্গী হলেন মানিক মজুমদার। যখন বাংলায় যুব কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন মমতা, তখন থেকেই তাঁর অফিসিয়াল যাবতীয় কাজকর্ম সামলেছেন মানিকবাবু। 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠনের পর প্রথমে মমতার 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে তৈরি হয় দলীয় কার্যালয়। সেই কার্যালয় পরিচালনার জন্য সম্পূর্ণ দায়িত্ব পান মানিকবাবু।

এর পর তপসিয়াতে তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয় গঠন হওয়ার পরেও মমতার কালীঘাটের বাড়িতে ছোট একটি অফিস থাকে। এই অফিসে মূলত দলীয় কাজ কর্মের থেকেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় অফিসিয়াল কাজকর্ম পরিচালিত হয়। এই অফিসের মূল মাথা ছিলেন মানিক মজুমদার। মুখ্যমন্ত্রীর প্রচন্ড বিশ্বস্ত সঙ্গী ছিলেন তিনি। কালীঘাট জোড়া মন্দিরের কাছে তাঁর বাড়ি।

আরও পড়ুন:মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী

এই বাড়িতেই গতবছর সিবিআই হানা দিয়েছিল। মুখ্যমন্ত্রীর ছবি বিক্রি নিয়ে তথ্য পেতেই সিবিআই মানিক মজুমদারের বাড়ি তল্লাশি করেছিল। কোরোনা সংক্রমণের কারণে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মানিক মজুমদার। কয়েকদিন ধরে শারীরিক অবস্থার খুব অবনতি ঘটে। অবশেষে আজ কোরোনার কাছে হার মানলেন তিনি।

ABOUT THE AUTHOR

...view details