কলকাতা, 2 জানুয়ারি : প্রয়াত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী মানিক মজুমদার। কোরোনা সংক্রমণে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। প্রায় 40 বছরের বেশি সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দলীয় অফিস সামলাতেন তিনি। মানিক মজুমদারের মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী। তিনি প্রয়াত মানিকবাবুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ নিয়ে তিনি টুইট করে শোকবার্তা দেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের একদম প্রথম দিনের সঙ্গী হলেন মানিক মজুমদার। যখন বাংলায় যুব কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন মমতা, তখন থেকেই তাঁর অফিসিয়াল যাবতীয় কাজকর্ম সামলেছেন মানিকবাবু। 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠনের পর প্রথমে মমতার 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে তৈরি হয় দলীয় কার্যালয়। সেই কার্যালয় পরিচালনার জন্য সম্পূর্ণ দায়িত্ব পান মানিকবাবু।