পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

হার মানল সারা বিশ্ব ? কবিতায় কোরোনা নিয়ে উদ্বেগ প্রকাশ মমতার - কোভিড ১৯

কোরোনা নিয়ে কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata writes poem on corona
Mamata writes poem on corona

By

Published : Mar 31, 2020, 10:30 AM IST

কলকাতা, 31 মার্চ : আগেই কোরোনাকে জব্দ করতে গানের সুরে আহ্বান জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর কবিতায় ফুটে উঠল কোরোনা-আতঙ্ক ।

একাধিক ইশুতে একাধিকবার কলম ধরেছেন তিনি । কখনও লিখেছেন কবিতা আবার কখনও লিখেছেন গান । কখনও কবিতাকে বেছে নিয়েছেন প্রতিবাদের ভাষা হিসেবে আবার কখনও এর মাধ্যমে সচেতন করেছেন সাধারণ মানুষকে । এবার কোরো-আতঙ্কের মাঝে ফের কবিতা লিখলেন তিনি । যার ছত্রে ছত্রে রয়েছে আতঙ্কের ছাপ । ফুটে উঠেছে এখনও কোরোনাকে জয় করতে না পারার হতাশা ।

কোরোনা নিয়ে কবিতা লিখলেন মমতা

"কোভিড ১৯" নামক কবিতায় নানা প্রশ্ন তুলেছেন তিনি । করেছেন উদ্বেগপ্রকাশ । কিছুটা ভারাক্রান্ত হৃদয়েই তাঁর প্রশ্ন, মানব সভ্যতার এত অগ্রগতির পরও একটি ভাইরাসের কাছে হেরে যাবে বিশ্ব ?

কখনও ক্ষোভপ্রকাশ করতে আবার কখনও কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করতে কবিতা লিখলেও এবার তাঁর লেখায় প্রকাশ পেল শুধুই উদ্বেগ ।

ABOUT THE AUTHOR

...view details