কলকাতা, 31 মার্চ : আগেই কোরোনাকে জব্দ করতে গানের সুরে আহ্বান জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর কবিতায় ফুটে উঠল কোরোনা-আতঙ্ক ।
একাধিক ইশুতে একাধিকবার কলম ধরেছেন তিনি । কখনও লিখেছেন কবিতা আবার কখনও লিখেছেন গান । কখনও কবিতাকে বেছে নিয়েছেন প্রতিবাদের ভাষা হিসেবে আবার কখনও এর মাধ্যমে সচেতন করেছেন সাধারণ মানুষকে । এবার কোরো-আতঙ্কের মাঝে ফের কবিতা লিখলেন তিনি । যার ছত্রে ছত্রে রয়েছে আতঙ্কের ছাপ । ফুটে উঠেছে এখনও কোরোনাকে জয় করতে না পারার হতাশা ।