কলকাতা, 7 জুন : নীতি আয়োগকে ক্ষমতাহীন বলে বৈঠক বয়কটের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নীতি আয়োগের বৈঠক তাঁর কাছে নিষ্ফলা বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন ।
15 জুন নীতি আয়োগের বৈঠক রয়েছে। গতকাল নীতি আয়োগ পুনর্গঠনের পর সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে নীতি আয়োগের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। নীতি আয়োগের বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে গতকাল প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী । সেখানে তিনি বলেন, 15 জুন দিল্লিতে আপনার নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক হবে । রাজ্যের মুখ্যসচিব এই সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন ।