কলকাতা, 2 সেপ্টেম্বর : কেন্দ্রীয় সরকার GST-র বকেয়া দিতে ব্যর্থ । এই অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিটি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এর ফলে রাজ্যগুলির প্রতি কেন্দ্র তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলে চিঠিতে তিনি উল্লেখ করেছেন ।
মুখ্যমন্ত্রী লেখেন, "আপনি জানেন কেন্দ্র তার ঋণ শূন্য করতে পারে নগদের জোগান দিয়ে ৷ কিন্তু, রাজ্যগুলির সেই ক্ষমতা নেই ৷ l তাছাড়া, কেন্দ্র অনেক কম সুদে ঋণ পায় ৷ রাজ্যগুলির ঋণের সুদের হার অনেকটাই বেশি ৷" তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে সমস্ত রাজ্যের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের মধ্যে GST নিয়ে একটি সমঝোতা হয় । তাতে বলা হয়, পাঁচ বছর রাজ্যগুলির GST-র ঘাটতি মেটাবে কেন্দ্র । কিন্তু আইনিভাবে এই বিষয়টি এগোয়নি । যদিও পুরো বিষয়টি পারস্পরিক সমঝোতার উপর নির্ভর করছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ।
GST-র বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন 2013 সালের ডিসেম্বরে বিভিন্ন কারণে GST-র বিরোধিতা করেছিলেন নরেন্দ্র মোদি । সেকথা মনে করিয়ে দিয়ে মমতা লেখেন, "শুধু আপনি নন । প্রয়াত অরুণ জেটলিও প্রকাশ্যে GST-র বিরোধিতার কারণ জানিয়েছিলেন । বলেছিলেন, তৎকালীন কেন্দ্রীয় সরকারের GST ঘাটতি মেটানো নিয়ে দেওয়া কথার উপর BJP আস্থা রাখতে পারেনি । আমার কানে এখনও সেসব কথা বাজে । আমরাও BJP শাসিত কেন্দ্রীয় সরকারের উপর আস্থা হারাচ্ছি ।"
পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, COVID-19 পরিস্থিতিতে গত ছ'মাস ধরে কৃষক, অসংগঠিত শ্রমিক, পরিযায়ী শ্রমিক এবং বেকার যুবকরা সমস্যায় রয়েছেন । এই পরিস্থিতিতে রাজ্যগুলিকে সাহায্যের পরিবর্তে আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া উচিত নয় । বিষয়টিতে গুরুত্ব দিয়ে দেখার জন্য প্রধানমন্ত্রীকে আর্জি জানান মুখ্যমন্ত্রী । এদিকে মমতার পাশাপাশি আরও পাঁচ অ-BJP রাজ্যের মুখ্যমন্ত্রী এক মর্মে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন । দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাড়ুর কে পালানিস্বামী, তেলাঙ্গানার কে চন্দ্রশেখর রাও, কেরালার পিনারাই বিজয়ন ও ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল GST-র দু'লাখ 35 হাজার কোটি টাকা ঘাটতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন ।