পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কালীঘাট থেকে ভার্চুয়াল সভা মমতার - তৃণমূল ছাত্র পরিষদ

সামাজিক দূরত্ব বিধি মেনে রাজ্যের সব কলেজে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করবে তৃণমূল ছাত্র পরিষদ ।

mamata banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Aug 23, 2020, 5:59 AM IST

কলকাতা, ২৩ অগাস্ট : আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের অন্যতম বৃহত্তম কর্মসূচি হতে চলেছে ২৮ অগাস্টের ভার্চুয়াল সভা । ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের দামামা বাজাবেন বলে মনে করকা হচ্ছে । ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগের ভার্চুয়াল সভা থেকে ছাত্র সমাজকে ভোকাল টনিক দিয়ে চাঙ্গা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি তিনি একগুচ্ছ ভোট রণকৌশলের নির্দেশিকা দেবেন বলে মনে করা হচ্ছে ।

প্রতিবছর ২৮ অগাস্ট কলকাতার মেয়ো রোডে গান্ধি মূর্তির পাদদেশে পালিত হয় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস । এবারে কোরোনা আবহে ছন্দপতন ঘটছে । ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠনের পরে এই প্রথম গান্ধি মূর্তির পাদদেশে কর্মসূচি হচ্ছে না । তবে থেমে থাকতে রাজি নন মমতা । বিশেষ করে বিধানসভা নির্বাচনের আগে ভার্চুয়াল সভাকে সামনে রেখে ছাত্র সমাজের মধ্যে ঝড় তুলতে চাইছেন তিনি । ওইদিন কালীঘাটের বাড়ি থেকে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি বিভিন্ন কলেজে দলীয় ছাত্র সংগঠনের সদস্যদের উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । সেইমতো ছাত্রছাত্রীরা কলেজে উপস্থিত থেকে সকালে দলীয় পতাকা তুলে ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করবে । তবে কঠোরভাবে সামাজিক দূরত্ব মেনে প্রতিষ্ঠা দিবস পালনের নির্দেশিকা পৌঁছে গেছে তৃণমূল ভবন থেকে । বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে ছাত্রসমাজ । ছাত্র আন্দোলনকে কোন পথে চালিত করে ফের মসনদে ফেরার ঘুঁটি সাজাবেন তিনি সেটাই এবারের ভার্চুয়াল সভার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে ।

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, "দলনেত্রীর ওই দিনের ভাষণ গোটা বাংলার ছাত্র সমাজ শুনবে । ভাষণে নেত্রী এগিয়ে যাওয়ার যে পথ দেখাবেন, সেভাবেই আমরা চলব । তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বিধি মেনে কিছু জেলার কলেজ গেটে প্রতিষ্ঠা দিবস পালন হবে । অধিকাংশ ছাত্রছাত্রীই AITC-র অফিশিয়াল পেজ থেকে বার্তা শুনবেন । ২৮ অগাস্ট ঘিরে একটা আবেগ থাকে । বিভিন্ন জেলায় বিভিন্ন কলেজে পতাকা, ফেস্টুন দিয়ে সাজানো হয় । এবছরে কোরোনার জন্য অত কিছু সম্ভব হবে না । কিন্তু প্রত্যেক কলেজে ছাত্ররা দলীয় পতাকা, ফেস্টুন দিয়ে সাজানো হবে । সমস্ত কলেজে ওই দিন ১১টা থেকে ১২টার মধ্যে পতাকা উত্তোলন হবে ।"

ABOUT THE AUTHOR

...view details