কলকাতা, 17 জুন : বাদল অধিবেশন (Monsoon in Bengal Assembly) শুরু হয়েছে প্রায় সপ্তাহখানেক ৷ কিন্তু এখনও পর্যন্ত অধিবেশনে যোগ দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । মাঝে অবশ্য রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election 2022) কারণের দিল্লি ঘুরে এসেছেন তিনি । সেখানে বিরোধী পক্ষকে ঐক্যবদ্ধ করার জন্য সলতে পাকানো কাজটা অনেকটাই সেরে এসেছেন মুখ্যমন্ত্রী ।
তবে বিধানসভায় আসা হয়নি তাঁর । আজ শুক্রবার অনেকে আশা করেছিলেন মুখ্যমন্ত্রী দিল্লি থেকে ফিরে বিধানসভা অধিবেশনে যোগ দিতে পারেন । কিন্তু তাও শেষপর্যন্ত হয়নি । অবশেষে আগামী সোমবার অধিবেশনে যোগ দেবেন তিনি । ওইদিন বিধানসভাতেই মন্ত্রিসভার বৈঠকও করবেন তিনি মুখ্যমন্ত্রী ।
একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেই দিনের বৈঠকের নেওয়া হবে বলেই নবান্ন সূত্রে খবর । তাই আগামী সোমবার সমস্ত মন্ত্রী ও তৃণমূল বিধায়ককে বিধানসভার পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে । ওই দিন বিধানসভায় একটি সংশোধনী বিল পাশ হবে বলেও তৃণমূলের পরিষদীয় দল সূত্রে জানানো হয়েছে । তাই বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রীর বক্তৃতা করার সুযোগ থাকছে বলে মনে করছে তৃণমূলের পরিষদীয় দল ।