দিল্লি, 20 ফেব্রুয়ারি : নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দেশের সমস্ত অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেনেন্ট গর্ভনরকে ভার্চুয়ালি নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছিল প্রধানমন্ত্রীর দফতর । নবান্ন সূত্রে খবর, সেই আলোচনায় যোগদান থেকে বিরত থাকছেন মুখ্যমন্ত্রী ।
ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী । কৃষি, পরিকাঠামো, উৎপাদন, মানব সম্প্দ উন্নয়ন, স্বাস্থ্য নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলে সূত্রের খবর । নীতি আয়োগের বৈঠক এড়িয়ে যাওয়ার ঘটনা এই প্রথম নয় । এক্ষেত্রে তাঁর তরফে বারবার অভিযোগ, যে নেতাজির তৈরি করা প্ল্যানিং কমিশন তুলে দিয়ে এই 'নীতি আয়োগ' করার কোনও যুক্তি নেই। যে কমিটির কোনও গুরুত্ব নেই, অর্থনৈতিক সুবিধা কিংবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই সেই আলোচনায় যোগ দেওয়ার অর্থহীন হিসেবেই দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।