পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মোদির ডাকা নীতি আয়োগের বৈঠকে মমতার 'না' - ৬th Niti Ayog governing council meeting

নীতি আয়োগের বৈঠক ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত আরও একবার প্রকাশ্যে । আগেও বৈঠক এড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর অভিযোগ, নেতাজির প্ল্যানিং কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ করার কোনও যুক্তি নেই বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

নীতি আয়োগের বৈঠকে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়
নীতি আয়োগের বৈঠকে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Feb 20, 2021, 8:56 AM IST

Updated : Feb 20, 2021, 10:09 AM IST

দিল্লি, 20 ফেব্রুয়ারি : নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দেশের সমস্ত অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেনেন্ট গর্ভনরকে ভার্চুয়ালি নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছিল প্রধানমন্ত্রীর দফতর । নবান্ন সূত্রে খবর, সেই আলোচনায় যোগদান থেকে বিরত থাকছেন মুখ্যমন্ত্রী ।

ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী । কৃষি, পরিকাঠামো, উৎপাদন, মানব সম্প্দ উন্নয়ন, স্বাস্থ্য নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলে সূত্রের খবর । নীতি আয়োগের বৈঠক এড়িয়ে যাওয়ার ঘটনা এই প্রথম নয় । এক্ষেত্রে তাঁর তরফে বারবার অভিযোগ, যে নেতাজির তৈরি করা প্ল্যানিং কমিশন তুলে দিয়ে এই 'নীতি আয়োগ' করার কোনও যুক্তি নেই। যে কমিটির কোনও গুরুত্ব নেই, অর্থনৈতিক সুবিধা কিংবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই সেই আলোচনায় যোগ দেওয়ার অর্থহীন হিসেবেই দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন :কিষান সম্মান নিধি প্রকল্প নিয়ে মমতাকে চিঠি কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর

এবারের নীতি আয়োগে আলোচনায় প্রথমবার অংশগ্রহণ করবে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ ও জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর । পাশাপাশি বৈঠকে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসকদেরও এবছর আমন্ত্রণ জানানো হয়েছে । 2015 সালে নীতি আয়োগের প্রথম বৈঠক ডাকা হয় । গত বছর করোনার কারণে বৈঠক বাতিল হয় । আর সে কারণেই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী এই বৈঠক এড়িয়ে যাওয়ার মূলত কেন্দ্র রাজ্যের সংঘাতের ঘটনা আরও একবার প্রকাশ্যে এল । মূলত তাঁর পুরানো অবস্থান থেকে সরছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাই অতীতের পথে হেঁটেই এবারের 'নীতি আয়োগ'-এর ষষ্ঠ বৈঠক এড়াচ্ছেন মুখ্যমন্ত্রী ।

Last Updated : Feb 20, 2021, 10:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details