পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP-র সুবিধা করতেই ব্যালটে ফিরতে চাইছেন মমতা : ইয়েচুরি - BJP

BJP-র সুবিধা হবে বলেই এখন মুখ্যমন্ত্রী ব্যালটে ফিরতে চাইছেন বলে দাবি করলেন সীতারাম ইয়েচুরি ৷

সাংবাদিক সম্মেলনে সীতারাম ইয়েচুরি

By

Published : Jul 24, 2019, 2:45 PM IST

কলকাতা, 24 জুলাই : BJP-র সুবিধা হবে বলেই এখন মুখ্যমন্ত্রী ব্যালটে ফিরতে চাইছেন বলে দাবি করলেন সীতারাম ইয়েচুরি ৷ তবে EVM ইশু নিয়ে সমস্ত বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন বলে জানান ইয়েচুরি ৷

গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে CPI(M)-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, "ইচ্ছে মতো সব হয় না ৷ BJP-র সুবিধা হবে বলেই এখন মুখ্যমন্ত্রী ব্যালটে ফিরতে চাইছেন ৷" তিনি আরও বলেন, "শেষ পঞ্চায়েত ভোটে দেখেছি, কী ভাবে গণতন্ত্রের হত্যা হয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন, ব্যালটের মাধ্যমে নির্বাচন হলে উনি জিতবেন ৷ আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা বলছি ৷ তাই সংসদের অধিবেশন শেষ হলে বামেরা সমস্ত বিরোধীদলগুলোর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনায় বসবে ৷ "

আরও পড়ুন : জীবিকা সেবকদের বকেয়া বেতনের দাবিতে চিঠি সুজনের

পাশাপাশি, কাশ্মীর ইশু নিয়ে কে সত্যি কথা বলছেন, তা জানানোর দাবি তোলেন ইয়েচুরি ৷ তিনি বলেন, " কাশ্মীর ইশুতে মধ্যস্থতার বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে মন্তব্য করার জন্য প্রধানমন্ত্রী কোনও অনুরোধ করেননি ৷ তাহলে কে ঠিক? মোদী না ট্রাম্প? বিষয়টির সত্যতা জানান স্বয়ং প্রধানমন্ত্রী ৷ "

ABOUT THE AUTHOR

...view details