পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিজয় মিছিলে নিষেধাজ্ঞা মমতার; "জোর করে করব", বললেন দিলীপ - kolkata

নিমতায় দুষ্কৃতীদের হাতে খুন হওয়া নির্মল কুণ্ডুর বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

ফাইল ফোটো

By

Published : Jun 6, 2019, 6:41 PM IST

Updated : Jun 6, 2019, 9:47 PM IST

কলকাতা, 6 জুন : নিমতায় দুষ্কৃতীদের হাতে খুন হওয়া নির্মল কুণ্ডুর বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সঙ্গে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, তাপস রায়, সুজিত বোস, জ্যোতিপ্রিয় মল্লিক । আজ সন্ধ্যায় সেখানে পৌঁছে নির্মল কুণ্ডু খুনের CID তদন্তের নির্দেশ দেন তিনি ।

মঙ্গলবার নিজের বাড়ির সামনে খুন হন এই তৃণমূল নেতা । গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই খুন বলে প্রাথমিকভাবে মনে করা হয় । আজ সেখানে গিয়ে নির্মল কুণ্ডুর পরিবারের সাথে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "বাংলা সন্ত্রাসের জায়গা নয় । খুনিদের ক্ষমা করা হবে না , তারা কোনওভাবেই ছাড়াও পাবে না । খুনের রাজনীতিতে বিশ্বাস করি না । নিজেরা খুন করছে আর দিল্লিতে গিয়ে বলছে তৃণমূল খুন করেছে । বাংলা শান্তির জায়গা । শান্তি বজায় রাখুন আর পুলিশকে নির্দেশ দিয়েছি কোনও বিজয় মিছিল হবে না ।" এর

এরপরই নির্মল কুণ্ডু খুনের CID তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । বলেন, "মা- মাটি-মানুষের সরকার চলছে এবং চলবে । গণতন্ত্র বাঁচাতে যা পদক্ষেপ নেওয়ার নেওয়া হবে । CPI(M)-এর হার্মাদরা BJP হয়ে গেছে । সংবিধান মেনে চলুন । রাজনীতি মানে হঠকারিতা বা গুন্ডামি নয় । অস্ত্র নিয়ে লোক খুন করা নয় । নির্মল কুণ্ডু খুনের CID তদন্ত হোক ।"

দেখুুন ভিডিয়ো

এদিকে, বিজয় মিছিলে 'নিষেধাজ্ঞা' জারির পর ETV ভারতের তরফে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয় । তিনি বলেন, "বিজয় মিছিল করব কি না সেটা আমরা ঠিক করব । দরকার পড়লে জোর করে করব ।"

Last Updated : Jun 6, 2019, 9:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details