কলকাতা, 2 মে : ঈদের আগে ষোলোআনা মসজিদে মমতা (Mamata Visits Bhabanipur Sholoana Mosque on the eve of Eid) । এদিন নবান্ন থেকে বেরিয়ে আচমকাই তাঁর বিধানসভা কেন্দ্রে থাকা ষোলোআনা মসজিদে চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । সেখানে উপস্থিত মানুষজনের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি । আগামিকাল খুশির ঈদ । সংখ্যালঘু মানুষদের জন্য এটা অতি আনন্দের উৎসব । সংযমের মাস কাটিয়ে আসছে ঈদ । সেই উপলক্ষে সংখ্যালঘু মানুষজনকে এদিন শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ।
প্রতিবছর ঈদের নামাজে রেড রোডে উপস্থিত হন বাংলার প্রশাসনিক প্রধান । এখনও পর্যন্ত যা সূচি রয়েছে, তাতে ঈদের দিন নমাজের পর সংখ্যালঘু মানুষজনকে শুভেচ্ছা জানাতে তিনি নিজে রেড রোডে উপস্থিত থাকবেন । তবে তার আগেই সংখ্যালঘু মানুষজনদের কাছে গিয়ে শুভেচ্ছা জানালেন তিনি ।