কলকাতা, 1 জানুয়ারি : তৃণমূল কংগ্রেসের বয়স 23। আর সেই দিনে দলের সংগ্রামের ইতিহাসের কথা মনে করালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই নিয়ে টুইট করলেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "আজ তৃণমূলের 23 হল। আমরা 1998 সালের 1 জানুয়ারি যে পথ চলা শুরু করেছিলাম, সেই দিকে ফিরে তাকানো উচিত। আমরা বছরের পর বছর ধরে মারাত্মক লড়াই করেছি। কিন্তু আমরা সব সময়ই মানুষের জন্য কাজ করার লক্ষ্যে এগিয়ে চলেছি।"
একই বিষয়ে দ্বিতীয় একটি টুইট করেন মুখ্যমন্ত্রী। সেখানে 'মা-মাটি-মানুষ' ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের ধন্যবাদ দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি আরও ভালো ও শক্তিশালী করার লড়াই করার আহ্বানও জানিয়েছেন তৃণমূলনেত্রী।
আরও পড়ুন:দলবদলের আবহে এবার কি ফিকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ?
জন্মলগ্নের পর এবারই প্রথম টালমাটাল অবস্থা তৃণমূল কংগ্রেসের। শুভেন্দু অধিকারী দল ছেড়েছেন। আরও অনেকে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। আরও অনেকে তৃণমূলের মধ্যে থেকেই বিদ্রোহ করা শুরু করেছেন। ফলে এই পরিস্থিতিতে দলনেত্রীর বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।