কলকাতা, 23 ডিসেম্বর :আগামীকাল ঋষি অরবিন্দের 150 বছর উদযাপন নিয়ে বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার (Celebration of 150th Birth Anniversary of Rishi Aurobindo) । বৈঠকে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তবে এই বৈঠকে রাজ্যের প্রতিনিধিরা থাকলেও থাকবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata will not attend the meeting convened by Narendra Modi) ।
বৃহস্পতিবার নবান্নে স্বাধীনতার 75 বছর উপলক্ষে রাজ্যের কর্মসূচি নিয়ে বৈঠক ছিল । এই বৈঠকে ঋষি অরবিন্দের 150 বছর উদযাপনের বিষয়টি নিয়েও আলোচনা হয় । কাজেই মুখ্যমন্ত্রী মনে করছেন, শুক্রবারের বৈঠকে নতুন করে এই নিয়ে আলোচনার প্রয়োজন নেই । শুধু তাই নয়, এই বৈঠকে মুখ্যমন্ত্রীর আদৌ বক্তব্য রাখার সুযোগ থাকবে কিনা, তা স্পষ্ট নয় । ফলেই বৈঠকে থাকছেন না মমতা । এদিন নবান্নের বৈঠক চলাকালীন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এই বিষয় নিয়ে বিস্তারিত জানিয়ে দেওয়ার জন্য বলেন মুখ্যমন্ত্রী ।