কলকাতা, 7 এপ্রিল : মূল্য়বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Slams Centre on Price Rise Issue) ৷ তাঁর অভিযোগ, মূল্যবৃদ্ধি রুখতে কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ করছে না ৷ তাঁর মতে, মূল্যবৃদ্ধি কমাতে বাজারগুলিতে অভিযান চালানো উচিত কেন্দ্রের ৷
বৃহস্পতিবার নবান্নে মূল্যবৃদ্ধি ইস্যুতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী (Mamata Conduct a Meeting on Price Rise Issue) ৷ ওই বৈঠক থেকেই তিনি মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি ৷ গত কয়েকদিনে বারবার জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি নিয়েও কেন্দ্রকে তোপ দেগেছেন ৷ উত্তরপ্রদেশ-সহ চার রাজ্যে ভোটে জয়ের পর দেশের মানুষকে এটা বিজেপির রিটার্ন গিফট বলেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী (Bengal CM Mamata Banerjee) ৷