কলকাতা, 28 ফেব্রুয়ারি : সোমবার কলকাতা বইমেলার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 45তম বইমেলায় এবার থিম কান্ট্রি বাংলাদেশ । ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে এই বইমেলার উদ্বোধন করলেন তিনি (Mamata Banerjee Inaugurates 45th Kolkata Book Fair) । আজ থেকে আগামী 14 দিন সল্টলেক সেন্ট্রাল পার্কে চলবে এই বইমেলা ।
গত বছর করোনা আবহে বইমেলা করা যায়নি । সেই কারণে বইপ্রেমীদের মন ছিল ভারাক্রান্ত । এবারও কয়েক মাস আগে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ায় বইমেলার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল । তবে সব আশঙ্কা কাটিয়ে আজ থেকেই শুরু হল কলকাতার ঐতিহ্য বাহী এই বইমেলা । এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, সঞ্জীব চট্টোপাধ্যায় প্রমুখ ।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে থিম কান্ট্রি বাংলাদেশ সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মধ্যে প্রভেদ করতে পারি না । ভাষা, সংস্কৃতি, ভাবনাচিন্তা সবেতেই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের খুব মিল । দুই বাংলার সম্পর্কে সীমানা দড়ি দিয়ে বেঁধে দেওয়া যায় না । একদিকে রবীন্দ্রনাথ অন্যদিকে নজরুল । আমাদের অনেক ঐতিহ্য বাংলাদেশ পড়ে আছে । ওপার বাংলার অনেক কিছুর সঙ্গে জুড়ে আছে এপার বাংলা । সীমানা দিয়ে দুই বাংলাকে আলাদা করা যায় না । বাংলা এবং বাংলাদেশের মধ্যে কোনও বিভেদ নেই । বাংলাদেশের সকলকে শুভেচ্ছা ।’’
এদিন উদ্বোধনী মঞ্চ থেকেই সেন্ট্রাল পার্কের নাম বদলে দিলেন মমতা । এখন থেকে এই মাঠের নাম বইমেলা প্রাঙ্গণ । কলকাতা আন্তর্জাতিক বইমেলাকে স্মরণ করেই এই প্রাঙ্গণের নাম রাখেন তিনি । এই নাম বদল প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) বলেন, ‘‘আমাদের এখানে অনেক মেলা হয় । আগামী বছর মার্চ-এপ্রিলের মধ্যে আমরা মিলন মেলা প্রাঙ্গণ সম্পূর্ণ করে ফেলব । ওটা একটা আন্তর্জাতিক মানের মেলা প্রাঙ্গণ হবে । যেখানে মিটিং-মিছিল করা যেতে পারে । কিন্তু আপনাদের যখন এই প্রাঙ্গণটাই বেশি পছন্দ সেই স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করব না । এই জায়গাটার নাম দাও বইমেলা প্রাঙ্গণ । এটা একটা ডেস্টিনেশন হয়ে থাকবে । এখানে সব মেলাই করতে পারবেন । তাহলে বইমেলার আন্তর্জাতিক ব্র্যান্ডটা চিরকালীন হয়ে থাকবে ।’’