পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 11, 2019, 2:55 PM IST

Updated : Aug 8, 2019, 7:49 AM IST

ETV Bharat / city

বিদ্যাসাগর কলেজে 'ঈশ্বর' ফিরলেন মুখ্যমন্ত্রীর হাত ধরে

হেয়ার স্কুলে নব নির্মিত বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী । হেয়ার স্কুল থেকে মূর্তি নিয়ে হেঁটে বিদ্যাসাগর কলেজে পৌঁছন মুখ্যমন্ত্রী । সেখান পুনঃপ্রতিষ্ঠা করেন 'ঈশ্বরকে'।

মমতা বন্দোপাধ্য়ায়

কলকাতা, 11 জুন : বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসগরের আবক্ষ মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করলন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।

আজ প্রথমে হেয়ার স্কুলে নব নির্মিত বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভাপ্রসন্ন, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়-সহ অন্যান্য বিশিষ্ট জনেরা । সেখানে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী । একে একে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিশিষ্টজনেরা।

এই সংক্রান্ত খবর : খুনি মুখ্যমন্ত্রী বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করলেন : মুকুল রায়

এরপর হেয়ার স্কুল থেকে মূর্তি নিয়ে হেঁটে বিদ্যাসাগর কলেজে পৌঁছন মুখ্যমন্ত্রী । সেখান পুনঃপ্রতিষ্ঠা করেন 'ঈশ্বরকে'। পরে মমতা বলেন , " এটা মূর্তি ভাঙা নয় আমাদের কৃষ্টিকে আঘাত করা হয়েছে। " ঈশ্বরচন্দ্রের মূর্তি ভাঙলেও বর্ণপরিচয়ের গুরুত্বকে খর্ব করা যাবে না বলে বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী । একই সঙ্গে তাঁর তোপ গান্ধীজি গুজরাতে সম্মান পাননি বাংলায় পেয়েছেন ।

এই সংক্রান্ত খবর : মৃত BJP কর্মীরাই কায়ুম মোল্লাকে মারতে গেছিল : মমতা

Last Updated : Aug 8, 2019, 7:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details