কলকাতা, 12 মে : আইএএস এবং ডব্লিউবিসিএস দুটোই প্রশাসনের অবিচ্ছেদ্য অঙ্গ । আর তাই রাজ্য সরকারের তরফ থেকে আমলাতন্ত্রের মধ্যে অসামঞ্জস্য দূর করতে উদ্যোগী হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । বৃহস্পতিবার নতুন রূপে গঠিত টাউনহলে বাংলার আইএএস এবং ডব্লিউবিসিএসদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী । সেখানেই একাধিক ঘোষণা করলেন তিনি (Mamata makes several Announcement for IAS WBCS Officers of Bengal) ।
এদিন মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত অফিসারদের উদ্দেশ্যে সমন্বয়ের বার্তা দিয়েছেন । তিনি বলেন, ‘‘ডাব্লিউবিসিএস আর আইএএসদের মধ্যে যেন বৈষম্য না করা হয় । বর্তমানে আইএএস এবং ডব্লিউবিসিএস আধিকারিকদের মধ্যে বিশেষ ভাতার ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে । আইএএস-রা জেলাশাসক বা অতিরিক্ত জেলাশাসক হলে যে ভাতা পান, একই ক্ষেত্রে তার চেয়ে অনেক কম ভাতা পান ডব্লিউবিসিএস আধিকারিকরা ৷’’
তিনি আরও বলেন, ‘‘এখন থেকে সবাই সমান বিশেষ ভাতা পাবেন । কোনও ভেদাভেদ থাকবে না ।’’ একই সঙ্গে তিনি ঘোষণা করেন, ‘‘বেতন ঊর্ধ্বসীমায় পৌঁছনোর পর চাকরির শেষ প্রান্তে এসে আর বেতন বাড়ে না । সে ক্ষেত্রে কাজের মেয়াদ থাকলেও বেতন বাড়ে না । এই সব ক্ষেত্রে পৌঁছনো আমলাদের মাসে 10 হাজার টাকা করে 'অ্যালাওয়েন্স' দেওয়া হবে ।’’ সেই সঙ্গে জানান যে, এবার থেকে প্রতি বছর যেমন ডব্লিউবিসিএস অফিসারদের যেমন স্বাস্থ্য পরীক্ষা করা হবে, তেমনই তাঁদের বিভাগীয় প্রধান সচিব পদেও নিযুক্ত করা হবে ।
নবকলেবরে নির্মিত টাউন হলের উদ্বোধনের পর ডব্লিউবিসিএস অফিসারদের বার্ষিক সম্মেলনে এদিন যোগ দেন মুখ্যমন্ত্রী । সেখানে রাজ্যের আমলাদের ভূয়শী প্রশংসা করে তিনি বলেন, ‘‘আমলারাই সরকারের আসল মুখ । আমার নজরে রয়েছে কারা কীভাবে কাজ করছেন । আপনারা বাংলার অফিসার, রাজ্যের অফিসার । করোনাকালে খুব ভালো কাজ করেছেন আপনারা । সবাই করোনার বিরুদ্ধে যে ভাবে লড়াই করেছেন, তাতে আমরা কৃতজ্ঞ ।’’