কলকাতা, 23 জুলাই : শুক্রবার ইডির (ED) তল্লাশি শুরু হওয়ার পর বিষয়টি নিয়ে বিজেপির (BJP) বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলেছিল তৃণমূল (Trinamool Congress) ৷ তার পর সময় যত এগিয়েছে, ততই গোটা ঘটনার সঙ্গে দূরত্ব বৃদ্ধি করতে থাকে ঘাসফুল শিবির ৷ এমনকী, অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেও শাসক দলের নেতারা গতকাল রাত থেকে আজ শনিবার পর্যন্ত বারবার দাবি করেছেন ৷
যদিও বিজেপি তৃণমূলের এই দাবি মানতে নারাজ ৷ আর এক্ষেত্রে তাদের হাতিয়ার ছোট্ট একটি ভিডিয়ো ৷ যে ভিডিয়োতে এক মঞ্চে দেখা গিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chief Mamata Banerjee) ও অর্পিতা (Arrpieta) মুখোপাধ্যায়কে ৷ সেই মঞ্চে পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee)-সহ তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতাকে দেখা গিয়েছে ৷