পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP Slams Mamata: মমতাও চেনেন অর্পিতাকে, ভিডিয়ো পোস্ট করে দাবি বিজেপির - Bengal Opposition Leader Suvendu Adhikari

শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে শুক্রবার প্রায় 21 কোটি টাকা উদ্ধার হয় ৷ অর্পিতার সঙ্গে দলের কোনও যোগ নেই বলে দাবি করে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ কিন্তু একটি ভিডিয়ো পোস্ট করে বিজেপির দাবি, মমতাও চেনেন অর্পিতাকে ৷

BJP Slams Mamata Banerjee on Partha Chatterjee Close Aid Arpita Mukherjee Issue
BJP Slams Mamata: মমতাও চেনেন অর্পিতাকে, ভিডিয়ো পোস্ট করে দাবি বিজেপির

By

Published : Jul 23, 2022, 7:25 PM IST

কলকাতা, 23 জুলাই : শুক্রবার ইডির (ED) তল্লাশি শুরু হওয়ার পর বিষয়টি নিয়ে বিজেপির (BJP) বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলেছিল তৃণমূল (Trinamool Congress) ৷ তার পর সময় যত এগিয়েছে, ততই গোটা ঘটনার সঙ্গে দূরত্ব বৃদ্ধি করতে থাকে ঘাসফুল শিবির ৷ এমনকী, অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেও শাসক দলের নেতারা গতকাল রাত থেকে আজ শনিবার পর্যন্ত বারবার দাবি করেছেন ৷

যদিও বিজেপি তৃণমূলের এই দাবি মানতে নারাজ ৷ আর এক্ষেত্রে তাদের হাতিয়ার ছোট্ট একটি ভিডিয়ো ৷ যে ভিডিয়োতে এক মঞ্চে দেখা গিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chief Mamata Banerjee) ও অর্পিতা (Arrpieta) মুখোপাধ্যায়কে ৷ সেই মঞ্চে পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee)-সহ তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতাকে দেখা গিয়েছে ৷

ওই ভিডিয়ো বিজেপির একাধিক নেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) ওই ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ‘‘চিনি না, জানি না । দলের কেউ না । দল এর দায় নেবে না ।" এর পর নন্দীগ্রামের বিধায়কের সংযোজন, দাগ মুছে ফেলার চেষ্টা করছে ৷ কিন্তু এই দাগ মুছে ফেলা সম্ভব নয় ৷

একই ভিডিয়ো পোস্ট করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্যও ৷ তিনি লিখেছেন, অর্পিতার ‘ভালো কাজ’ সম্পর্কে আগে থেকেই ওয়াকিবহাল ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন :Rudranil pokes TMC: গ্রেফতার পার্থ-অর্পিতা, তৃণমূল-মমতাকে ছন্দে বিঁধলেন রুদ্রনীল

ABOUT THE AUTHOR

...view details