কলকাতা, 19 জানুয়ারি : NRC-র প্রতিবাদে প্রথম থেকেই মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মিছিল থেকে শুরু করে জনসভা ৷ সব কিছুতেই কেন্দ্রের এই সংশোধনী আইনের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি ৷ তবে এবার এক অন্য প্রতিবাদের সুর তৃণমূল নেত্রীর গলায় ৷ 50 জন শিল্পীকে সঙ্গে নিয়ে শহরের রাজপথে রং-তুলি নিয়ে অভিনব প্রতিবাদে শামিল হবেন তিনি ৷ 28 জানুয়ারি কলকাতার মেয়ো রোডে গান্ধি মূর্তির পাদদেশে রং-তুলি হাতে প্রতিবাদে সরব হবেন তারা ।
জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আন্দোলনকে বৃহত্তর পর্যায়ে নিয়ে যেতে বিভিন্ন কৌশল নিচ্ছেন তিনি । ইতিমধ্যেই বেশ কয়েকটি কবিতা লিখে প্রতিবাদে সরব হয়েছেন তিনি । তাঁর লেখা 'অধিকার' নামের NRC বিরোধী গানে সুর দিয়েছেন ইন্দ্রনীল সেন । এছাড়াও পার্ক সার্কাস এবং দলের ছাত্র সংগঠনের মঞ্চে ছবি এঁকে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো । তাঁর সঙ্গে এই আন্দোলনে শামিল হয়েছেন বুদ্ধিজীবীদের একাংশও ।