কলকাতা, 16 অক্টোবর: শুক্রবার শিল্পপতিদের নিয়ে বিজয়া সম্মিলনী করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শিল্পপতিদের জন্য থাকবে ভূরিভোজের আয়োজন । থাকবে দেশি-বিদেশি নানা পদ। রাজ্যের পাশাপাশি দেশের নামী শিল্পপতিদের আমন্ত্রণ জানাবেন মুখ্যমন্ত্রী । জানা গেছে, শিল্পপতিদের পাশাপাশি উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট লোকজনও।
শুক্রবার মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনী
রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই শিল্পপতি এবং বণিক মহলের সঙ্গে নিয়ম করে প্রতিবছর বিজয়া সম্মিলনী করে আসছেন মুখ্যমন্ত্রী। গতবছর ইকো পার্কে বিজয়া সম্মিলনী করেছিলেন তিনি। এ বছর কোথায় হবে তা এখনও ঠিক হয়নি।
রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই শিল্পপতি এবং বণিক মহলের সঙ্গে নিয়ম করে প্রতিবছর বিজয়া সম্মিলনী করে আসছেন মুখ্যমন্ত্রী। গতবছর ইকো পার্কে বিজয়া সম্মিলনী করেছিলেন তিনি। এ বছর কোথায় হবে তা এখনও ঠিক হয়নি।
বিজয়া সম্মিলনী করার জন্য ইকো পার্ক এবং বালিগঞ্জ প্লেসকে পছন্দের তালিকায় রেখেছেন মুখ্যমন্ত্রী। এই দুটি জায়গার মধ্যে কোনও একটিকে বেছে নেওয়া হবে । ইতিমধ্যেই শিল্পপতিদের বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজয়া দশমীর দিন থেকেই রাজ্য প্রশাসনের তরফে শুভেচ্ছা বার্তার চিঠি পৌঁছাতে শুরু করেছে শিল্পকর্তা ও বণিকসভাগুলির কাছে। তবে বিজয়া সম্মিলনীতে যোগ দেওয়ার জন্য তাঁদের আলাদা করে আমন্ত্রণপত্র পাঠাচ্ছে রাজ্য সরকার ।