পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee : আগামিদিনে রাজ্যে হতে পারে 46টি জেলা, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গে 46টি জেলা তৈরি করতে পারে রাজ্য সরকার ৷ বৃহস্পতিবার তেমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় (Mamata hints to Increase Number of District in Bengal) ৷

mamata-hints-to-increase-number-of-district-in-bengal
Mamata Banerjee : আগামিদিনে রাজ্যে হতে পারে 46টি জেলা, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

By

Published : May 12, 2022, 1:58 PM IST

Updated : May 12, 2022, 7:12 PM IST

কলকাতা, 12 মে : বিহারের উদাহরণ টেনে পশ্চিমবঙ্গেও জেলা বৃদ্ধির ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন তিনি (Mamata hints to Increase Number of District in Bengal) ৷

মুখ্যমন্ত্রীর কথামতো, আগামী দিনে রাজ্যে 46টি জেলাও হতে পারে । এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো যদিও বা রাজ্যের হাতে রয়েছে ৷ তবে সমস্যা অফিসার নিয়ে । নতুন জেলা করতে গেলে যে পরিমাণ আমলা ও আধিকারিক প্রয়োজন, তা রাজ্যের হাতে নেই ।

তিনি বলেন, ‘‘বিহারে প্রচুর জেলা । আমাদেরও এভাবে জেলা ভাগ করে কাজ করতে হবে । এখন 23টি জেলা রয়েছে । ভবিষ্যতে 46টি জেলাও হতে পারে ।’’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘আমাদের জেলাগুলি তুলনায় অনেক বড় । সেগুলিকে ভাগ করার প্রয়োজন রয়েছে । অথচ সেগুলি ভাগ করতে গেলে যে লোকবল প্রয়োজন, তা এই মুহূর্তে রাজ্য সরকারের হাতে নেই ।’’

আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জেলা বৃদ্ধি নিয়ে ভাবনা দীর্ঘদিনের । ইতিমধ্যেই দার্জিলিং জেলাকে ভেঙে আলাদা করে কালিম্পং জেলা করা হয়েছে । সাবেক বর্ধমানকে ভেঙে দু’টি জেলা করা হয়েছে । পশ্চিম মেদিনীপুর থেকেও ঝাড়গ্রামকে আলাদা করে জেলার মর্যাদা দেওয়া হয়েছে ।

এখানেই শেষ নয় সরকারি পরিকল্পনায় দুই 24 পরগনা ভেঙে পাঁচটি জেলা করার ভাবনা রয়েছে । কিন্তু সরকারের যাবতীয় পরিকল্পনা আটকে যাচ্ছে মূলত ডব্লিউবিসিএস ও আইএএস অফিসারের অভাবেই । আর সেই কারণেই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে সরব হলেন ।

প্রসঙ্গত, অতীতেও কেন্দ্রের ক্যাডার নীতি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী । তাঁর অভিযোগ ছিল, কেন্দ্রের ভ্রান্ত ক্যাডার নীতির কারণেই ভুগতে হচ্ছে রাজ্যকে । কেন্দ্রের 'নীতির' জেরে রাজ্যে আইএএস ও আইপিএস অফিসারের সংখ্যা প্রশাসনিক প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত ।

এমনিতে আইএএসে এই রাজ্যে অনুমোদিত পদ 375, সেটা অপ্রতুলই । রয়েছেন আরও কম, মাত্র 285 জন । এর ফলে এক-এক জন আইএএসকে একাধিক দফতরের দায়িত্ব সামলাতে হচ্ছে । এদিন তাই আরও একবার আইপিএস-আইএসদের অপ্রতুলতা নিয়ে সরব হতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ।

আরও পড়ুন :Mamata Advises to Wear Mask : করোনা নিয়ন্ত্রণে থাকলেও মাস্ক-স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ মমতার

Last Updated : May 12, 2022, 7:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details