কলকাতা, 22 নভেম্বর : আজ কলকাতায় আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ তাজ বেঙ্গল হোটেলে সন্ধ্যায় হাসিনার সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ওয়াকিবহাল মহলের ধারণা সেই বৈঠকে তিস্তা জল বণ্টন চুক্তি থেকে শুরু করে অনুপ্রবেশ ও NRC সহ একাধিক দ্বিপাক্ষিক ইশু নিয়ে আলোচনা হতে পারে ৷ এদিকে চলতি সপ্তাহেই ইডেনে খেলা দেখতে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ তাই রাজ্যের এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের নিরিখে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের বৈঠক ৷
তিস্তা জল বণ্টন চুক্তি নিয়ে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে ৷ কিন্তু প্রতিটি বৈঠকেই নিরাশ হয়েছে ঢাকা ৷ কারণ এই চুক্তিতে সায় নেই পশ্চিমবঙ্গ সরকারের ৷ ইডেনে ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক গোলাপি টেস্ট ম্যাচ ঘিরে ফের কলকাতায় পা রাখছেন হাসিনা ৷ হাসিনার সঙ্গে আজ বৈঠকে বসবেন বলে গতকাল নিজেই বহরমপুরে জানান মুখ্যমন্ত্রী ৷ সরকারিভাবে সৌজন্য বৈঠক বলা হলেও সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে বৈঠকটি যথেষ্টই তাৎপর্যপূর্ণ ৷ আজকের বৈঠকে আরেক দফা আলোচনা হতে পারে তিস্তা জল বণ্টন চুক্তি নিয়ে ৷ অতীতে কেন্দ্রীয় সরকার একাধিকবার তিস্তা জল বণ্টন চুক্তি বাস্তবায়নের চেষ্টা করলেও রাজ্যের সায় না থাকায় প্রতিবারই তা ভেস্তে যায় ।