কলকাতা, 25 ফেব্রুয়ারি : ফের খোলা বাজার থেকে ঋণ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee Government) ৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে, আগামী সোমবারই পশ্চিমবঙ্গ সরকার ওই ঋণ নিতে চলেছে (RBI Announces that Bengal Govt will take Rupees 3000 crore loan from Market) ৷ ঋণের পরিমাণ হতে চলেছে 3 হাজার কোটি টাকা ৷
তবে পশ্চিমবঙ্গ ছাড়া আরও 12টি রাজ্য ওই দিন বাজার থেকে ঋণ নিতে চলেছে বলে আরবিআই জানিয়েছে ৷ মোট ঋণের পরিমাণ হতে চলেছে 22 হাজার 203 কোটি টাকা ৷ রাজ্যওয়াড়ি তালিকায় প্রথমেই থাকছে পশ্চিমবঙ্গের নাম ৷ কারণ, এবার সবচেয়ে বেশি ঋণ মমতার সরকারই নিচ্ছে (Mamata Banerjee Govt Loan) ৷
যদিও এই প্রথম নয় ৷ এর আগেও একাধিকবার বাজার থেকে ঋণ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার ৷ গত ডিসেম্বর ও জানুয়ারিতে একাধিকবার বাজার থেকে ঋণ নেওয়া হয় নবান্নের তরফে ৷ যার পরিমাণ ছিল মোট 13 হাজার কোটি টাকা ৷ তার পর আবার এই মাসে তিন হাজার কোটি টাকা নিতে চলেছে রাজ্য ৷ 14 ডিসেম্বর, 2021 থেকে 28 ফেব্রুয়ারি, 2022 - এই 77 দিনের সময়সীমার মধ্যে খোলা বাজার থেকে রাজ্যের ঋণের পরিমাণ দাঁড়াচ্ছে 16 হাজার কোটি টাকা (Mamata Govt taking Rupees 16000 Crore Loan within 77 Days) ৷