কলকাতা, 14 জুন : স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) নিয়ে সমস্যা জানাতে হেল্পলাইন চালু করল রাজ্য । মঙ্গলবার বিধানসভায় কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের প্রশ্নের জবাবে এই উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bengal Education Minister Bratya Basu) । এদিন বিধানসভায় তিনি একটি হেল্পলাইন নম্বর এবং একটি ইমেল আইডি ঘোষণা করেছেন (Mamata Govt starts Helpline Number for Student Credit Card) । ঋণ পেতে সমস্যায় পড়লে এই হেল্পলাইন এবং ইমেল আইডির সাহায্য নিতে পারেন পড়ুয়ারা ।
এক্ষেত্রে শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, ছাত্র-ছাত্রীরা ঋণ পেতে কোনও সমস্যার মুখোমুখি হলে তারা হেল্পলাইন নম্বর 18001028014-এ কল করতে পারে বা wbscc@gmail.com-এ একটি ইমেল পাঠাতে পারে । এক্ষেত্রে শিক্ষা দফতর অভিযোগ যাচাই করে ব্যবস্থা নেবে ।
জাতীয় ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটা বড় অংশই ছাত্র-ছাত্রীদের ঋণ দিতে চাইছে না । এই নিয়ে অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Bengal CM Mamata Banerjee) সরব হতে দেখা গিয়েছে । যেহেতু এই ঋণের গ্যারান্টার হিসাবে দায়িত্ব নিচ্ছে রাজ্য সরকার । তাই এই ধরনের প্রত্যাখ্যান কাঙ্ক্ষিত নয় বলেই মত রাজ্য সরকারের ।