কলকাতা, 9 ফেব্রুয়ারি : আগামী বছর পঞ্চায়েত ভোট (Bengal Panchayat Election 2023) ৷ তার আগে গ্রামীণ উন্নয়নে আরও জোর দিতে চায় রাজ্য সরকার ৷ তাই গ্রামীণ উন্নয়নে 9 টি দফতরের জন্য প্রায় 500 কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার (Mamata Govt Allocate Funds for Rural Bengal Development) ৷ নবান্ন সূত্রে খবর, গ্রামীণ উন্নয়ন যাতে কেন্দ্রীয় টাকার অভাবে থমকে না যায়, তাই এই দফতরগুলিকেই টাকা দেওয়া হয়েছে ।
গত 3 ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য প্রশাসনের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ সেই বৈঠকে তিনি বাংলার গ্রামীণ এলাকার পরিকাঠামো পুনর্গঠন এবং উন্নয়নমূলক কাজের গতি অব্যাহত রাখতে সরকারের সমস্ত দফতরগুলিকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছিলেন । এমনকি পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়ের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী । তার পরই সরকারের তরফে এই অর্থ বরাদ্দ করা হল ৷
প্রশাসনের একটি অংশের বক্তব্য, গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে প্রধান অন্তরায় কেন্দ্রীয় সরকারের তরফে বিভিন্ন খাতে অর্থ সঠিক সময় দেওয়া হচ্ছে না ৷ সেই কারণে অনেক জায়গায় সমস্যা হচ্ছে ৷ তাই ওই কাজ যাতে অর্থের অভাবে থেমে না যায়, সেই কারণে এই অর্থ বরাদ্দ করা হয়েছে ৷
নবান্ন সূত্রে জানা গিয়েছে যে গ্রামীণ মানুষের জীবনযাত্রা ও আর্থিক মানোন্নয়নে জড়িত একাধিক দফতরের প্রকল্পগুলিতে বাড়তি নজর দিতে প্রায় 486 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে । এই সম্পূর্ণ অর্থ দেওয়া হচ্ছে রাজ্যের কোষাগার থেকে । রাজ্যে 'রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট ফান্ড'-এর অধীনে যে প্রকল্পগুলির কাজ চলছে, সেগুলি যাতে ভালোভাবে চলে, তাই এই অর্থ দেওয়া হচ্ছে ।