কলকাতা, 8 মার্চ : যেদিন বিকল্পের খোঁজ মানুষ পেয়ে যাবেন, সেদিন বিজেপি ক্ষমতা থেকে চলে যাবে ৷ মঙ্গলবার দলের ওয়ার্কিং কমিটির বৈঠক থেকে এই কথা বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chairperson Mamata Banerjee) ৷ তাই তিনি বিজেপি বিরোধীদের একজোট হওয়ার ডাক দিয়েছেন ৷
এদিন কলকাতার নজরুল মঞ্চে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল (TMC Working Committee Meeting) ৷ সেই বৈঠকের মঞ্চে তিনি বলেন, ‘‘বিজেপির এখনও কোনও বিকল্প নেই ৷ তাই তারা ক্ষমতায় ৷ যখন বিকল্প পাওয়া যাবে, তখন তাদের ক্ষমতা থেকে চলে যেতে হবে ৷’’ সেই কারণে 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে সকলকে একজোট হওয়ার আহ্বান করেছেন মমতা (Mamata Calls for Opposition Unity to defeat BJP) ৷
মমতার এই বক্তব্যের পালটা সমালোচনা করেছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) ৷ তিনি বলেন, ‘‘এত বড় লক্ষ্য ওদের স্বাস্থ্যের (তৃণমূল) জন্য ভালো হবে না ৷ উনি (মমতা) বিধানসভায় জিতবেন মানে লোকসভাতেও জিতবেন, তার কোনও মানে নেই ৷ আমরাই ওদের হারাবো ৷’’