পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নাগরিকত্ব সংশোধনী ইশুতে আজ জরুরি ভিত্তিতে বৈঠক মমতার

NRC নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন চালাচ্ছে তৃণমূল ৷ বিষয়টিকে নিয়ে ইতিমধ্যেই সংসদে প্রতিবাদের ঝড় তুলেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদেরা ৷ এমতাবস্থায় CAA নিয়ে আন্দোলনের তীব্রতা বাড়াতে দলীয় সাংসদ এবং বিধায়কদের সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরে নেবেন তৃণমূল নেত্রী । সেইমতো আজ দুপুরে তৃণমূল ভবনে জরুরি ভিত্তিতে বৈঠকের ডেকেছেন তিনি ।

image
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Dec 20, 2019, 1:12 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 বাতিল করার দাবি তুলে লাগাতার আন্দোলন কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার আন্দোলনের তীব্রতা বাড়াতে আজ তৃণমূল ভবনে দলের সর্বস্তরের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো । দুপুরেই হবে বিশেষ এই বৈঠক । বৈঠক শেষ করে পার্ক সার্কাসে সভা করবেন তিনি ।


CAA বিরোধী আন্দোলন জারি রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি সাফ জানিয়ে দিয়েছেন কোনও ভাবেই বাংলায় NRC করতে দেওয়া হবে না । রাজ্য জুড়ে আন্দোলন চালানোর পাশাপাশি এই বিষয়টিকে নিয়ে ইতিমধ্যেই সংসদে প্রতিবাদের ঝড় তুলেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদেরা ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল মিছিল-সভা সহ লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন । এমতাবস্থায় CAA নিয়ে আন্দোলনের তীব্রতা বাড়াতে দলীয় সাংসদ এবং বিধায়কদের সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরে নেবেন তৃণমূল নেত্রী । সেইমতো আজ দুপুরে তৃণমূল ভবনে জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন তিনি । বিশেষ এই বৈঠক থেকেই পরবর্তী পর্যায়ের আন্দোলনের রূপরেখা তৈরি করবেন মমতা । মিটিং ও মিছিলের পাশাপাশি আরও বিরোধিতার সুর চড়াতে এবারে বেশ আটঘাট বেঁধেই নামতে চাইছেন মমতা।

ABOUT THE AUTHOR

...view details