পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মমতার ফোন পেয়ে ক্ষোভের ‘চ্যাপ্টার ক্লোজ‘ গৌতমের - TMC

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। তিনি উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে গাফিলতির অভিযোগ তুলেছিলেন। এরপর থেকেই গৌতম দেবকে ঘিরে দলবদলের জল্পনা জোরালো হয়। চরম অস্বস্তির মধ্যে পড়ে তৃণমূল কংগ্রেস।

mamata-called-goutam-dev-to-know-his-grievances
মমতার ফোন পেয়ে ক্ষোভের ‘চ্যাপ্টার ক্লোজ‘ করলেন গৌতম দেব

By

Published : Jan 16, 2021, 8:52 PM IST

কলকাতা, ১৬ জানুয়ারি : উত্তরবঙ্গের ডাকসাইটে নেতা গৌতম দেবের দ্রুত মানভঞ্জন করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আজ দফায় দফায় ফোন করে তাঁর সঙ্গে কথা বলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা। সুব্রত বক্সির ফোনে ক্ষোভ প্রশমিত হয়েছিল। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করে ক্ষোভের কারণ জানতে চান। সমস্ত কিছু শুনে তাঁকে আশ্বস্ত করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। তিনি উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে গাফিলতির অভিযোগ তুলেছিলেন। এরপর থেকেই গৌতম দেবকে ঘিরে দলবদলের জল্পনা জোরালো হয়। চরম অস্বস্তির মধ্যে পড়ে তৃণমূল কংগ্রেস। এরপর তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ফোন করে গৌতম দেবের ক্ষোভ প্রশমিত করেন। ইটিভি ভারতকে তিনি জানিয়েছিলেন, দলের অভ্যন্তরীণ সমস্যার বিষয়ে সংবাদমাধ্যমে এনে ঠিক করেননি। সহযোদ্ধা হিসেবে দলের সঙ্গে থাকবেন।

আরও পড়ুন :বক্সির ফোনে ক্ষোভের বরফ গলল গৌতম দেবের

এরপর গৌতম দেবকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ সবিস্তারে শোনেন তিনি। এরপরে যাতে কোনও সমস্যা তৈরি না হয় তার জন্য তৃণমূল নেত্রী গৌতম দেবকে আশ্বস্ত করেছেন বলেই সূত্রের খবর। যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথোপকথনের বিষয়ে ইটিভি ভারতকে সে ভাবে জানাতে চাননি গৌতম দেব। তিনি বলেন, "দিদিমণি ফোন করেছিলেন। চ্যাপ্টার ক্লোজড।"

ABOUT THE AUTHOR

...view details