পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

21-এর মঞ্চে কী বার্তা দেবেন মমতা, তাকিয়ে তৃণমূল কর্মীরা - 21 জুলাই

আগেই মমতা বলেছেন, "এবারের শহিদ সমাবেশে আমাদের স্লোগান হবে EVM নয় ব্যালট চাই ।"

মমতা

By

Published : Jul 21, 2019, 1:08 AM IST

Updated : Jul 21, 2019, 6:37 AM IST

কলকাতা, 21 জুলাই : BJP-র বিদায়ঘণ্টা বাজানোর ডাক দিয়েছিলেন ব্রিগেডে । জোর গলায় বলেছিলেন, "প্রধানমন্ত্রী মোদি এক্সপায়ারড ।" স্বপ্ন সার্থক হয়নি । উলটে লোকসভায় জোর ধাক্কা খেয়েছে দল । শতাংশের নিরিখে ভোট বাড়লেও আসন হারিয়েছে 12টি । আর মোদি ? মোদি-ম্যাজিক ফের কাজ করেছে দেশজুড়ে । বাংলাতেও 2 থেকে 18-য় পৌঁছে গেছে BJP । উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ- পদ্মের কাঁটায় 'বিদ্ধ' তৃণমূল ।

আজ 21 জুলাই । তৃণমূলের উদ্যোগে শহিদ সমাবেশ । মঞ্চে থাকবেন খোদ মমতা ব্যানার্জি । থাকবেন প্রশান্ত কিশোরও । দিক দিক থেকে লোক আসা শুরু হয়েছে । তৃণমূল নেতারা আশা করছেন, জনসমাগম হবে ভালোই । অনেকেই বলছেন, '10 লাখ পার হবে ।' সত্যিই কি তাই ? লোকসভার ধাক্কা আদৌ সামলাতে পারবে তৃণমূল ? রেজ়াল্ট বলছে, উত্তরবঙ্গে সংগঠন 'জ়িরো' । জঙ্গলমহলও মমতার হাত ছেড়েছে । বাকি রইল, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার কিছুটা অংশ । আর অধিকারীগড় । এই দিয়ে কি বাজিমাত হবে ? তার থেকেও তৃণমূল কর্মীদের ভাবাচ্ছে একটি প্রশ্ন । কী বার্তা দেবেন মমতা ? "ফাইট তৃণমূল ফাইট", নাকি "সমঝে চলো প্রতিপক্ষকে ?"

এই ভিড় কি এবারও লক্ষ্য করা যাবে ?

আগেই মমতা বলেছেন, "এবারের শহিদ সমাবেশে আমাদের স্লোগান হবে EVM নয় ব্যালট চাই ।" কিন্তু, এই দাবি কি আদৌ সমীচীন । প্রশ্ন থেকে যায় । দেশজুড়ে EVM-এ ভোট হয় । সেখানে রাজ্যে কি না ব্যালট চাই ? তা সে যাই হোক, তৃণমূল কর্মীরা অত-শত বোঝেন না । তাঁদের কাছে দিদির কথা মন্ত্রের সমান । অনেকেই বলছেন, "দিদিকে দেখতে যাচ্ছি । দিদি যা বলে তাই শুনব । মেনে চলব ।"

21 জুলাই নিয়ে অনেকেরই সম্যক ধারণা নেই । 1993-র 21 শে জুলাই । তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে মহাকরণ অভিযান । সেবার দাবি ছিল, নো এপিক - নো ভোট । পুলিশের গুলিতে খোয়া গেছিল 13টি প্রাণ । মাথা ফেটে রক্তাক্ত মমতা । এর 5 বছর পর কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন তিনি । পৃথকভাবে শুরু হয় শহিদ দিবস পালন ।

শহিদ দিবস এখন পুরোপুরিই তৃণমূলের । কংগ্রেস ছোটো অনুষ্ঠান করে । কিন্তু, তার বহর তৃণমূলের অনুষ্ঠানের ধারেকাছেও যায় না । তবে, এবারের পরিস্থিতি ভিন্ন । একদিকে, সংগঠন ভেঙে পড়ছে একাধিক জেলায় । অন্যদিকে, BJP বাড়ছে ক্রমশ । এমত অবস্থায় মমতার দিকেই তাকিয়ে তাঁর সৈন্যরা । আদৌ কি মমতা ফের একবার দলকে জাগিয়ে তুলতে পারবেন ? কীই বা বার্তা দেবেন তিনি ? BJP-র সঙ্গে ফের একবার সম্মুখ সমরে যাবেন ? নাকি 2021-র কথা ভেবে একটু সমঝে চলবেন ?

শহিদ দিবসের মঞ্চ খতিয়ে দেখতে ধর্মতলায় মমতা

তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, "মমতার উপর মানুষের বিশ্বাস এখনও অটুট । লড়ে উঠে এসেছেন উনি । দাঙ্গা, হিংসায় ভর করে ওঠেননি । তাই, মানুষ আসবে লাখে লাখে । কালো মাথার ভিড়ে ফিরে আসবে সেই পুরোনো ধর্মতলাই । আর মমতা কারোর ভয়ে কোনওদিন পিছিয়ে আসেন না । তিনি যুদ্ধজয়ের ডাকই দেবেন ।" ইঙ্গিতটা যে BJP-র দিকে তা স্পষ্ট । তবে, 21-র সমাবেশকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি BJP সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, "শহিদও চুরি করেছে ওরা । সবাই তো কংগ্রেস কর্মী ছিলেন । এখন তৃণমূল নিজের নামে অনুষ্ঠান চালাচ্ছে । আর ক'দিন পর 21 জুলাইয়ের প্রোগ্রাম উঠে যাবে ।"

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, "মমতা একটা নাম । তবে, এবারের 21 জুলাইয়ের উপর নির্ভর করছে আগামীদিনের পরিস্থিতি । একে রবিবার । তার উপর সংগঠন অনেক জায়গায় ভেঙে পড়েছে । লাখ-লাখ জনতার ভিড় জমাতে না পারলে বলতে হবে মমতা-ফ্লপ । আর তা হলে 2021-এর বিধানসভা পার করতে সমস্যায় পড়বেন তৃণমূল সুপ্রিমো । আর যদি কালো মাথার ভিড় জমিয়ে দিতে পারেন, তাহলে বুঝতে হবে মমতা-জাদু অটুট । লোকসভায় ধাক্কা খাওয়ার পরও !"

Last Updated : Jul 21, 2019, 6:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details