কলকাতা, 27 জানুয়ারি : উত্তর কলকাতার বেশ কয়েকটি কলেজের মূল ফটকের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা CAA-বিরোধী কবিতা ৷ প্রতিবাদ, আন্দোলনে ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করার জন্যই নাকি এমন করেছেন তৃণমূল কর্মীরা ৷
কলেজের প্রবেশদ্বারে ঝুলছে মমতার CAA-বিরোধী কবিতার ব্যানার - in front of college gate tmc leaders display Mamata banerjees poem
মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা CAA বিরোধী কবিতার ডিসপ্লে কলেজের মূল ফটকের সামনে৷ প্রতিবাদ, আন্দোলনে ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করার জন্যই এমন করেছেন তৃণমূল কর্মীরা৷
![কলেজের প্রবেশদ্বারে ঝুলছে মমতার CAA-বিরোধী কবিতার ব্যানার Mamata_ Caa collage camping](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5854949-thumbnail-3x2-mamtak.jpg)
সুরেন্দ্রনাথ, বঙ্গবাসীসহ বেশ কয়েকটি কলেজের মূল ফটকের সামনে জ্বলজ্বল করছে এই হোর্ডিং ৷ হোর্ডিংয়ের একপাশে মাইক্রোফোন হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি ৷ আর অন্যপাশে তাঁর লেখা CAA-বিরোধী কবিতা "গর্জে ওঠো"। মোট 45 লাইনের ওই কবিতার মাধ্যমেই ছাত্র-ছাত্রীদের উদ্দেশে আন্দোলনে নামার বার্তা দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে ৷
NRC ও JNU-এর প্রসঙ্গে ইতিমধ্যে সরব হয়েছে দেশের ছাত্র সমাজের একাংশ ৷ অপরদিকে, CAA-বিরোধী আন্দোলনের অন্যতম মুখ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ NRC ও JNU ইশুতে ক্ষুব্ধ ছাত্র সমজাকে কাজে লাগাতেই তৃণমূল এই কৌশল নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷
TAGGED:
Mamata_ caa collage camping