কলকাতা, 12 অগস্ট : একুশের বিধানসভা নির্বাচনে জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গ্রহণযোগ্যতা জাতীয় রাজনীতিতে অনেকটাই বাড়িয়ে দিয়েছে ৷ একই সঙ্গে পশ্চিমবঙ্গের (West Bengal) মানুষ কেন বারবার সরকারে ‘বাংলার মেয়েকেই’ চাইছে, তাই নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দেশের বিভিন্ন জায়গায় ৷ সেই কারণেই মমতার সরকারের সামাজিক উন্নয়ন ও অনগ্রসর শ্রেণির উত্তরণে নেওয়া প্রকল্পগুলি নিয়ে আলোচনা শুরু হয়েছে দেশজুড়ে ৷ অনেকে এই প্রকল্পগুলি নিয়ে খোঁজ খবরও করছেন বলে নবান্নের একটি সূত্র থেকে জানা গিয়েছে ৷ ঠিক যেমন বছর সাত-আট আগে নরেন্দ্র মোদির (Narendra Modi) গুজরাত মডেল নিয়ে দেশবাসীর মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছিল ৷
যদিও এই নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে দ্বিমত রয়েছে৷ কারও বক্তব্য, গোটা দেশের সাধারণ মানুষের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আবার কেউ বলছেন যে এটা সাময়িক আকর্ষণ ৷ এতে সাধারণ মানুষের আখেরে কোনও লাভ হয় না ৷ কিন্তু বাস্তব হল ৷ কৃষকদের অধিকার রক্ষার আন্দোলন থেকে উঠে আসা মমতার সরকারের কাজকর্ম নিয়ে অন্য রাজ্যেও আগ্রহ তৈরি হয়েছে ৷ বিশেষ করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) এবং মহিলাদের হাত খরচ হিসাবে চালু হতে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmi Bhandar) প্রকল্প নিয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে অন্য রাজ্যের মানুষ ও শাসকদের মধ্যে ৷
আরও পড়ুন :CPIM : কেন এই প্রথম স্বাধীনতা দিবস পালন সিপিএমের, ব্যাখ্যা দিলেন সুজন
গত বুধবার রাজ্য বিধানসভা পরিদর্শনে আসেন দিল্লি (Delhi) বিধানসভার স্পিকার রামনিবাস গোয়েল । পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Assembly) অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে খুঁটিনাটি জানতে চান ৷ এছাড়া কন্যাশ্রী-সহ অন্যান্য সামাজিক প্রকল্প সম্পর্কেও জেনে গেলেন রামনিবাস গোয়েল ।
তবে কন্যাশ্রী ইতিমধ্যেই আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেয়েছে ৷ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজের স্বীকৃতি একাধিকবার কেন্দ্রীয় সরকারের কাছ থেকেই এসেছে ৷ তাই অন্য রাজ্য থেকে অনেকে এই প্রকল্পগুলি নিয়ে জানতে আগ্রহী ৷ আর সেই তালিকায় রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডও ৷