পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee : কবিতায় কৃষকদের সংগ্রামী শুভেচ্ছা মমতার

কৃষক আন্দোলনের সাফল্যে উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবারই নয়া তিন কৃষি আইন বাতিলের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই কৃষকদের সেলাম জানিয়ে গোটা একটা কবিতা লিখে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

mamata banerjee writes poem to congratulate farmers
Farm Laws Repeal : কবিতায় কৃষকদের সংগ্রামী শুভেচ্ছা মমতার

By

Published : Nov 19, 2021, 8:39 PM IST

কলকাতা, 19 নভেম্বর :কৃষক আন্দোলনের ‘যোদ্ধা’দের সংগ্রামী অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ কবিতার ছন্দে সেলাম জানালেন দেশের অন্নদাতাদের ৷ মোদি সরকারের আনা নয়া তিন কৃষি আইনের বিরোধিতায় এবং সেগুলি প্রত্যাহারের দাবিতে গত প্রায় এক বছর ধরে দিল্লির সীমানায় বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা ৷ সেই আন্দোলনের জেরেই শুক্রবার বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তারপরই আন্দোলনকারীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন মমতা ৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই প্রকাশ্যে এল তাঁর লেখা কবিতা ৷

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের লেখা কবিতা ৷

আরও পড়ুন :Mamata Banerjee on Farm Laws : কৃষি আইন প্রত্যাহার কৃষক সমাজের জয়, বললেন মমতা

প্রশাসন ও দলের কাজ সামলানোর পাশাপাশি ছবি আঁকা, কবিতা লেখা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেশা ৷ নানা সময় প্রকাশ্যেও ছবি আঁকতে দেখা গিয়েছে তাঁকে ৷ এমনকী, বাচ্চাদের জন্যও অনেক ছড়া লিখেছেন তিনি ৷ সেসব ছাপার অক্ষরে প্রকাশও করা হয়েছে ৷ মমতা নিজে বহুবার জানিয়েছেন, বই লিখে রয়্যালটিবাবদ বেশ কিছু টাকা উপার্জন করেন তিনি ৷ তাতেই খরচ চলে যায় তাঁর ৷

কৃষক আন্দোলনকে প্রথম থেকেই সমর্থন জানিয়ে এসেছেন মমতা ৷ এমনকী, আন্দোলনরত কৃষকদের কাছে দলের তরফে প্রতিনিধিদলও পাঠান তিনি ৷ পরবর্তীতে কৃষক নেতারা নবান্ন এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ৷ সম্প্রতি পশ্চিমবঙ্গের উপনির্বাচনে সবক’টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ অন্যদিকে, দেশজুড়ে বিজেপির ফল বেশ খারাপ ৷ এদিকে, সামনেই উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ একাধিক রাজ্যের ভোট ৷ তাই আর কোনও ঝুঁকি নিতে চায়নি কেন্দ্রের বিজেপি সরকার ৷ মনে করা হচ্ছে, কৃষি আইন প্রত্যাহারের এটাই আসল কারণ ৷

আরও পড়ুন :Farm Laws Repeal : নির্বাচনী অঙ্কেই কৃষি আইন প্রত্যাহার মোদির, একসুর সৌগত-সুজন-মান্নানের

তবে আইন প্রত্যাহারের সিদ্ধান্তের পিছনে অঙ্ক যাই থাক, বাংলায় একুশের নির্বাচনে হারের পর এটাই বিজেপির সবথেকে বড় পরাজয় ৷ আর সেটা সম্ভব হয়েছে কৃষকদের নাছোড় মনোভাবের জন্যই ৷ তাঁদের সেই লড়াইকেই নিজের মতো করে কুর্নিশ জানিয়েছেন মমতা ৷

ABOUT THE AUTHOR

...view details