কলকাতা, 19 নভেম্বর :কৃষক আন্দোলনের ‘যোদ্ধা’দের সংগ্রামী অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ কবিতার ছন্দে সেলাম জানালেন দেশের অন্নদাতাদের ৷ মোদি সরকারের আনা নয়া তিন কৃষি আইনের বিরোধিতায় এবং সেগুলি প্রত্যাহারের দাবিতে গত প্রায় এক বছর ধরে দিল্লির সীমানায় বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা ৷ সেই আন্দোলনের জেরেই শুক্রবার বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তারপরই আন্দোলনকারীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন মমতা ৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই প্রকাশ্যে এল তাঁর লেখা কবিতা ৷
আরও পড়ুন :Mamata Banerjee on Farm Laws : কৃষি আইন প্রত্যাহার কৃষক সমাজের জয়, বললেন মমতা
প্রশাসন ও দলের কাজ সামলানোর পাশাপাশি ছবি আঁকা, কবিতা লেখা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেশা ৷ নানা সময় প্রকাশ্যেও ছবি আঁকতে দেখা গিয়েছে তাঁকে ৷ এমনকী, বাচ্চাদের জন্যও অনেক ছড়া লিখেছেন তিনি ৷ সেসব ছাপার অক্ষরে প্রকাশও করা হয়েছে ৷ মমতা নিজে বহুবার জানিয়েছেন, বই লিখে রয়্যালটিবাবদ বেশ কিছু টাকা উপার্জন করেন তিনি ৷ তাতেই খরচ চলে যায় তাঁর ৷