পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata-Dhankhar-Modi : ধনকড়ে আপত্তি জানিয়ে মোদিকে চিঠি মমতার - narendra modi news

রাজ্যপাল জগদীপ ধনকড়কে সরিয়ে দেওয়া হতে পরে বলে জল্পনা চলছে ৷ তবে এই নিয়ে নয়াদিল্লির তরফে কিছু জানানো হয়নি ৷ কিন্তু বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ধনকড়কে সরানো নিয়ে তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷

mamata banerjee writes letter to pm narendra modi to withdraw jagdeep dhankhar from west bengal
ধনকড়ে আপত্তি জানিয়ে মোদিকে চিঠি মমতার

By

Published : Jun 17, 2021, 6:49 PM IST

কলকাতা, 17 জুন : পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে জগদীপ ধনকড়কে আর চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার নবান্নে বসে এই কথাই স্পষ্ট করে দিলেন তিনি ৷ আর এর জন্য তিনি ইতিমধ্যেই চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ তাঁর দাবি, একবার নয় অন্তত দু‘-তিনবার তিনি এই নিয়ে মোদিকে চিঠি লিখেছেন ৷

প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা হন ধনকড় ৷ তারপর বুধবার তিনি বেশ কয়েকজেনর সঙ্গে সাক্ষাৎ করেন ৷ সেই তালিকায় ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরুণ মিশ্রও ৷ আজ তিনি দেখা করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে ৷ সন্ধ্যায় তাঁর বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ৷

আরও পড়ুন :mamata banerjee : বাংলায় ভোটের পর কোনও রাজনৈতিক হিংসা হয়নি, দাবি মমতার

রাজ্যপালের এই সফরের কারণ নিয়ে নানা মহল থেকে নানা কথা শোনা যাচ্ছে ৷ তার মধ্যে অন্যতম হল তাঁকে সরানোর ভাবনা ৷ নয়াদিল্লির একটি সূত্র থেকে জানা গিয়েছে, রাজভবনে নিয়োগে রাজ্যপাল ধনকড়ের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠেছে ৷ তাই তাঁকে সরানো হতে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ৷ তাঁর জায়গায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে পারেন আরিফ মহম্মদ খান ৷ তিনি এখন কেরলের রাজ্যপালের দায়িত্বভার সামলাচ্ছেন ৷

এদিন নবান্নে এ নিয়েই প্রশ্ন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ উত্তরে তিনি বলেন, ‘‘আমি কী করে জানব ?’’ এর সঙ্গে তিনি যোগ করেন, রাজ্যপাল নিয়োগের সময় রাজ্যের পরামর্শ নেওয়ার নিয়ম আছে ৷ কিন্তু ধনকড়ের নিয়োগের সময় কোনও পরামর্শ করা হয়নি ৷ এখন ধনকড় চলে গেলেও তিনি কিছু জানেন না ৷ এর পরই তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লেখার বিষয়টি উল্লেখ করেন ৷

আরও পড়ুন :Mamata Banerjee : দ্বিগুণ হচ্ছে কৃষকবন্ধু-র প্রাপ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, রাজ্যপালের এবারের দিল্লি সফর নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে একাধিকবার কটাক্ষ করা হয়েছে ৷ রাজ্যপাল এই সফরের মাধ্যমে সাংবিধানিক এক্তিয়ার লঙ্ঘন করছেন বলেও অভিযোগ করেছ শাসকদল ৷

একটি সূত্রের দাবি, বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার পর বিজেপি যে হিংসার অভিযোগ করছে, তা নিয়ে রিপোর্ট দিতেই দিল্লি গিয়েছেন রাজ্যপাল ৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট করেছেন যে, ভোট পরবর্তী কোনও রকম রাজনৈতিক হিংসা পশ্চিমবঙ্গে ঘটেনি ৷

ABOUT THE AUTHOR

...view details