কলকাতা, 17 জুন : পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে জগদীপ ধনকড়কে আর চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার নবান্নে বসে এই কথাই স্পষ্ট করে দিলেন তিনি ৷ আর এর জন্য তিনি ইতিমধ্যেই চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ তাঁর দাবি, একবার নয় অন্তত দু‘-তিনবার তিনি এই নিয়ে মোদিকে চিঠি লিখেছেন ৷
প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা হন ধনকড় ৷ তারপর বুধবার তিনি বেশ কয়েকজেনর সঙ্গে সাক্ষাৎ করেন ৷ সেই তালিকায় ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরুণ মিশ্রও ৷ আজ তিনি দেখা করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে ৷ সন্ধ্যায় তাঁর বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ৷
আরও পড়ুন :mamata banerjee : বাংলায় ভোটের পর কোনও রাজনৈতিক হিংসা হয়নি, দাবি মমতার
রাজ্যপালের এই সফরের কারণ নিয়ে নানা মহল থেকে নানা কথা শোনা যাচ্ছে ৷ তার মধ্যে অন্যতম হল তাঁকে সরানোর ভাবনা ৷ নয়াদিল্লির একটি সূত্র থেকে জানা গিয়েছে, রাজভবনে নিয়োগে রাজ্যপাল ধনকড়ের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠেছে ৷ তাই তাঁকে সরানো হতে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ৷ তাঁর জায়গায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে পারেন আরিফ মহম্মদ খান ৷ তিনি এখন কেরলের রাজ্যপালের দায়িত্বভার সামলাচ্ছেন ৷