কলকাতা, 25 সেপ্টেম্বর:দুর্গাপুজোর (Durga Puja 2022) আগে ফের একবার ধর্মীয় সহিষ্ণুতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ এবার 'জাগো বাংলা' (Jago Bangla)-এর উৎসব সংখ্যার পাতায় মমতার সেই বার্তা পাঠের সুযোগ পাবেন পাঠকরা ৷ তৃণমূল নেত্রীর কলমে উঠে এল নারীশক্তিকে দেবী রূপে পুজো করার আবেদনও ৷
রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে নিবন্ধটি লিখেছেন, তার নাম, 'ধর্ম যার যার নিজের, উৎসব সবার' ৷ প্রসঙ্গত, মমতা বিভিন্ন সময় তাঁর ভাষণেও এই কথাটি বলেন ৷ এদিকে, সামনেই পঞ্চায়েত ভোট ৷ তারপর রয়েছে চব্বিশের লোকসভা নির্বাচন ৷ তাই রাজনীতির লড়াই ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে ৷ ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, ভোট মরশুমের আগে ফের একবার বাঙালির হিন্দু সত্ত্বাকে জাগিয়ে তোলার চেষ্টা করবে বিজেপি ৷ মমতারও তা অজানা নয় ৷ তাই জেনেবুঝেই নিজের লেখায় নারীশক্তিকে দেবী রূপে পুজো করার বার্তা দিয়েছেন তিনি ৷ মমতা বলতে চেয়েছেন, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি যতই মুখে রামভক্তির কথা বলুক, দুর্গাপুজোর কথা বলুক, আসলে তারা নারীবিদ্বেষী ৷
মমতা তাঁর লেখায় লিখেছেন, আমি বারবার বলি এবং বিশ্বাস করি, ধর্ম যার যার নিজের, কিন্তু উৎসব সবার ৷ আর সেই উৎসব যখন দুর্গাপুজো হয়ে ওঠে, তখন তার মাহাত্ম্য ও গরিমার সঙ্গে অন্য কিছুর তুলনা করা যায় না ৷ তাই রবীন্দ্রনাথের কথা ধার করে বলতে চাই, 'বন্ধু হও শত্রু হও যেখানে যে রও' সবার সম্মিলিত আনন্দে শারদ উৎসব আরও রঙিন হয়ে উঠুক ৷ এরই সঙ্গে তিনি লেখেন, এবারের উৎসবের অবশ্য একটি বিশেষ গুরুত্ব আছে ৷ সবাই জানেন, ইউনেসকোর কাছ থেকে দুর্গাপুজো অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে ৷ সেই সম্মাননার উদযাপন এবারের পুজোকে আরও বেশি বর্ণময় করে তুলেছে ৷ সরকারের সহযোগিতায় যার সূচনা হয় গত 1 সেপ্টেম্বর ৷