কলকাতা, 18 জুন : গত কয়েক দিনের দিল্লি সফরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ৷ এবার এ নিয়ে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বর্তমান রাজ্যপালের অপসরণের জন্য তিনবার অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন ৷ কিন্তু, প্রতিবার তাঁর আবেদনকে অগ্রাহ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এ নিয়ে ক্ষোভের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘আমি কী বলতে পারি? একটি শিশু চুপ করে বসে থাকতে পারে ৷ কিন্তু, এখানে, কথা বললেই দোষ, চুপ করে থাকলেই তুমি ভাল ৷’’ প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ যে সফরের কারণ নিয়ে তিনি কোনও কিছুই স্পষ্ট করে জানাননি ৷ তবে, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী অশান্তির অভিযোগের ভিত্তিতে তিনি কেন্দ্রকে ইতিমধ্যেই একটি রিপোর্ট পাঠিয়েছিলেন ৷
আরও পড়ুন : রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডির সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ সস্ত্রীক ধনকড়ের
যার পরে গত সোমবার তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 51 জন বিজেপি বিধায়কের সঙ্গে রাজভবনে বৈঠক করেন ৷ এর পর মঙ্গলবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি ৷ সেখানে বুধবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং প্রহ্লাদ সিং প্যাটেলের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ গতকাল রাষ্ট্রপতি ভবনেও যান তিনি ৷ এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে ৷