কলকাতা, 28 অগস্ট:তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day) উপলক্ষে রাজ্যের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একইসঙ্গে দলের তরফ থেকেও এই দিনটি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানানো হয়েছে ।
তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার পর থেকেই প্রত্যেক বছর 28 অগস্ট গান্ধি মূর্তির পাদদেশে তথা মেয়ো রোডে ছাত্র সমাবেশে যোগদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on TMCP Foundation Day)। এই সমাবেশ থেকেই ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বার্তা দেন । অতএব গোটা বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে ছাত্রছাত্রীরা । এ বছর অবশ্য 28 অগস্ট রবিবার পড়ে যাওয়ায় দিনটি পালন করলেও সমাবেশ হবে সোমবার । করোনা কালে দু বছর এই ছাত্র সমাবেশ করা যায়নি । ফলে ভার্চুয়াল সমাবেশ হয়েছে গত দু'বছর । এ বছর করোনার প্রকোপ কমতেই আবার মেয়ো রোডে ফিরেছে মূল অনুষ্ঠান ।
এ দিন ছাত্র সমাবেশ না থাকলেও আজকের এই দিনটিতে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাতে ভোলেননি তৃণমূল শীর্ষ নেতৃত্ব । এ দিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee wishes students) লেখেন, "তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে, আমি আমাদের ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাই ! তৃণমূল কংগ্রেস পরিবারের প্রতি আপনাদের অক্লান্ত পরিশ্রম সবসময় মূল্যবান । তোমরাই আমাদের গর্ব । মানুষ এবং জাতির জন্য যে লড়াই তোমরা শুরু করেছো সেই লড়াই চালিয়ে যাও । কখনও হাল ছেড়ো না ।"