কলকাতা, 13 ডিসেম্বর: রাজনীতির ময়দানে আক্রমণ পালটা আক্রমণ অব্যাহত । বিশেষ করে কনভয়ে হামলার পর থেকে একে অপরকে কখনও নাম করে আবার কখনও নাম না করে আক্রমণ শানিয়েছেন নাড্ডা ও মমতা । কিন্তু জেপি নাড্ডা কোরোনায় আক্রান্ত হয়েছেন শুনে তাঁর সুস্থতা কামনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
আজ বিকেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিজেই টুইট করে জানিয়েছিলেন, তিনি কোরোনায় আক্রান্ত । এর কিছু সময় পরই নাড্ডার সুস্থতা কামনা করে টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সন্ধে 7টা বেজে 3মিনিটে করা টুইটে তিনি লেখেন, "শুনলাম বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কোরোনায় আক্রান্ত হয়েছেন । তাঁর দ্রুত আরোগ্য কামনা করি । এই সময় আমার প্রার্থনা রইল তাঁর ও তাঁর পরিবারের প্রতি ।"