কলকাতা, 4 জুলাই: জল্পনা ছিল এনডিএ'র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু রাজ্যে এলে কী করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ? রথের দিন দ্রৌপদী মুর্মুকে নিয়ে প্রতিক্রিয়া দিয়ে জল্পনা তৈরি করেছিলেন তিনিই । তারপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা চলছে দ্রৌপদী মুর্মু রাজ্যে এলে কী করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেক্ষেত্রে কি বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহার পাশ থেকে সরে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী!
রাজনৈতিক মহলের একাংশ মনে করছিল এটা মমতার জন্য এক প্রকার ধর্ম সংকট । কারণ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীদের জোটবদ্ধ হওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী । অপরদিকে সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ জঙ্গলমহল ও উত্তরবঙ্গের আদিবাসী ভোটের কথা ভেবে তৃণমূল সুপ্রিমো যশবন্ত সিনহার পাশ থেকে সরে যাবেন কি না, সেই প্রশ্নও উঠছিল ৷ কিন্তু এই সমস্ত জল্পনা নিজেই খারিজ করে দিলেন তৃণমূল সুপ্রিমো ৷
সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নীতির প্রশ্নে তিনি স্থির । তাই দ্রৌপদী মুর্মু নিয়ে তাঁর বক্তব্য যাই থাকুক না কেন, অবস্থান বদলাচ্ছেন না তিনি (Mamata Banerjee on President Election) । মমতার স্পষ্ট বক্তব্য, অবস্থান বদল করে বিরোধীদের বিশ্বাসভঙ্গের পাত্রী তিনি হবেন না । একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, দ্রৌপদী মুর্মু তাঁর সঙ্গে দেখা করতে চাইলে তিনি দেখাও করবেন ।