কলকাতা, 21 জুলাই : দিল্লি দখল পাখির চোখ হতে চলেছে ৷ এবারে তৃণমূলের একুশে জুলাই সভামঞ্চ থেকে এমনই ইঙ্গিত মিলতে পারে । একুশে জুলাই শুধু তৃণমূলের কাছে শহিদ দিবস নয় ৷ সরকার থেকে বামপন্থীদের সরানো ছিল তৃণমূলের শপথ । এই মুহূর্তে গোটা দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে কেন্দ্র থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করাই এখন তৃণমূলের শপথ হতে চলেছে । এবারের একুশে জুলাইয়ের কর্মসূচি নিয়ে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ।
তিনি বলেন, "গত বিধানসভা নির্বাচনে কেন্দ্র-সহ গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলা দখলের চেষ্টা চলেছে । সমস্ত শক্তিকে রুখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । ফের বাংলায় বিপুল ভোটে ফিরে এসেছে তৃণমূল । তাই এবারের একুশে জুলাই খুব গুরুত্বপূর্ণ । বাংলার সঙ্গেই গোটা দেশের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই তাকিয়ে রয়েছেন ।"
করোনা পরিস্থিতির মধ্যেই এবারের একুশে জুলাইয়ের অনুষ্ঠান । শহরজুড়ে জায়েন্ট স্ক্রিন বসানো হয়েছে । দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি বৈঠক করবেন এবং তৃণমূলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেবেন । ফিরহাদ বলেন, "দেশের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তৃণমূল । সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন সেই পথেই এগিয়ে যাবেন প্রত্যেক কর্মী-সমর্থক । কেন্দ্র থেকে বিজেপি সরকারকে সরাবার জন্য মুখ্যমন্ত্রী যেমন নির্দেশ দেবেন দলের প্রত্যেকটি কর্মী-সমর্থক তেমনভাবেই নিজেদের তৈরি করবে । সেই নির্দেশের দিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলার পাশাপাশি দেশের মানুষও । বাংলার বাইরেও বিভিন্ন জায়গায় ভার্চুয়ালি দেখানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ।"