কলকাতা, 13 অক্টোবর : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি নিয়ে ফের মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে নাম না করে ইডি-সিবিআইয়ের (ED-CBI) অপব্যবহার নিয়ে সরব হলেন তিনি ৷ পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, বিজেপি (BJP) ক্ষমতা থেকে চলে গেলে, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলি সক্রিয় হবে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ সেই দুর্নীতির অধিকাংশই ইডি ও সিবিআই তদন্ত করছে ৷ আর সেই তদন্তে একের পর এক তৃণমূল নেতার নাম জড়াচ্ছে ৷ অনেক তৃণমূল নেতা ইতিমধ্যে গ্রেফতারও হয়েছেন ৷
কিন্তু তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছে মোদি সরকার ৷ বিরোধী রাজনৈতিক দলগুলির কণ্ঠরোধ করতেই এজেন্সিগুলিকে অপব্যবহার করছে কেন্দ্র ৷ এই নিয়ে এর আগেও একাধিকবার সরব হয়েছেন তৃণমূল নেত্রী৷ বৃহস্পতিবার আবার সরব হলেন তিনি ৷