পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata on TMC Factionalism : দুর্নীতি এবং গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে ক্ষুব্ধ মমতা, সতর্ক করলেন নেতা-কর্মীদের - Mamata Banerjee warns party men over corruption and factionalism issues

রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের নেতা ও কর্মীদের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি যে তিনি জানেন, তা স্পষ্ট করে দিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই সঙ্গে কোনও নেতার নাম যদি দুর্নীতির সঙ্গে জড়ায়, তাঁর পাশে তৃণমূল থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি (Mamata Banerjee Warns party men at TMC meeting) ৷

Mamata Banerjee Warns Party men
Mamata Banerjee Warns TMC Leaders Over Corruption and Factionalism Issues

By

Published : May 6, 2022, 9:44 AM IST

কলকাতা, 6 মে : দল হিসাবে বহরে বাড়ছে তৃণমূল । কিন্তু, দলীয় কর্মীদের যে আত্মসংযম প্রয়োজন তা দেখা যাচ্ছে না ৷ বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে সেই বার্তাই দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেভাবে দলের নিচুতলার কর্মী থেকে শুরু করে নেতাদের নাম দুর্নীতির সঙ্গে জড়াচ্ছে তাতে একরকম বিরক্ত রাজ্যের প্রশাসনিক প্রধান (Mamata Banerjee Warns TMC Leaders Over Corruption and Factionalism Issues) ৷ নিজের বিরক্তি চেপে রাখতে না পেরে, এদিন দলের বৈঠকে বলেই দিলেন তিনি, ‘‘এত টাকার প্রয়োজন কিসে ?’’

অতীতে তৃণমূল সুপ্রিমোকে বারবার দলের বৈঠকে কর্মীদের অন্তর্দ্বন্দ্ব এবং মাটি, বালি, সিন্ডিকেট ইত্যাদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকা নিয়ে সরব হতে দেখা গিয়েছে ৷ এদিনও তাঁর ব্যতিক্রম হল না। যেভাবে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠছে তাতে মমতা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ‘‘জনপ্রতিনিধিদের কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে শীর্ষ নেতৃত্ব তাঁকে সমর্থন করবে না ৷ তৃণমূল কংগ্রেস এমন একটা দল যেটা তৈরি সময় থেকেই মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়ে চলছে ৷ এক্ষেত্রে দলীয় নেতাকর্মীরা এমন কিছু যদি করেন, যা জনগণের স্বার্থের পরিপন্থী সেক্ষেত্রে দল তাঁদের পাশে দাঁড়াবে না ৷’’

এদিন কার্যত দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলার পাঠ দিয়েছেন মমতা ৷ যেখানে ব্যক্তি স্বার্থকে দূরে সরিয়ে রেখে দলের স্বার্থে কাজ করার কথা বলেছেন তিনি ৷ এ দিন দলীয় বৈঠকে নেতাদের অন্তর্দ্বন্দ্ব নিয়ে সরব হতে দেখা গিয়েছে তৃণমূল সুপ্রিমোকে ৷ কোচবিহারে দলের দুই শীর্ষ নেতা উদয়ন গুহ এবং রবীন্দ্রনাথ ঘোষকে তীব্র ভর্ৎসনা করেন তিনি ৷ দুই নেতার আচরণে ক্ষুব্ধ দলনেত্রী প্রশ্ন তোলেন, ‘‘আপনাদের মধ্যে এই সমস্যা আর কতদিন চলবে ? ঝগড়া করে দলটাকেই তো তুলে দেবেন ৷’’ এ দিন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের উদ্দেশ্যে বলেন, ‘‘আপনি আর কত প্রচার চান ? আপনি আর কত বক্তব্য রাখবেন ? আপনাকে আর বেশি বক্তব্য রাখতে হবে না ৷’’ ছেড়ে কথা বলেননি উদয়ন গুহকেও । তাঁকে উদ্দেশ্য করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘নিজেদের মধ্যে বিবাদ করবেন না ৷ জেলা থেকে নেতা তুলে আনব ৷ আর কত প্রচার চাই ?’’

আরও পড়ুন : Mamata Banerjee Reaction : আগে নিজের দিকে তাকান, আগুন নিয়ে খেলবেন না, শাহের ইটের পাল্টা পাটকেল মমতার

এরপরেই রাজ্য কমিটির সদস্যদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, নিজেদের মধ্যে বিবাদ নয় । ঝগড়া করলে অন্য কেউ এর সুযোগ নিয়ে যাবে । প্রসঙ্গত, শুধু রবীন্দ্রনাথ ঘোষ, উদয়ন গুহ নন ৷ এদিন গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে পার্থপ্রতিম রায় এবং তুষার মণ্ডলকে সতর্ক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । মোটের উপর তাঁর একটাই কথা, ব্যক্তি স্বার্থ ছেড়ে মানুষের স্বার্থে কাজ করুন ৷

এদিন শৃঙ্খলারক্ষা কমিটির কাজকর্ম নিয়ে উষ্মা প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো । প্রসঙ্গত, অভিযোগ উঠেছে তৃণমূলের নেতা-নেত্রীরা নিজেদের ইচ্ছা মত মন্তব্য করছেন এবং দলকে অস্বস্তিতে ফেলছেন ৷ বিষয়টিকে ভাল ভাবে দেখছেন না মমতা ৷ একইসঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, এ বার থেকে তাঁকে জানিয়েই যেন শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকা হয় ৷

আরও পড়ুন : Mamta Banerjee Will Start to visit District : 10 মে থেকে জেলা সফরে মুখ্যমন্ত্রী

মমতা অভিযোগ করেছেন, বহু ক্ষেত্রে এমন হয়েছে দলের শৃঙ্খলারক্ষা কমিটির খবর তাঁকে সংবাদপত্র থেকে জানতে হয়েছে ৷ বিষয়টি নিয়ে ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো ৷ প্রসঙ্গত, এদিন তৃণমূলের রাজ্য সভাপতিকে শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান হিসাবে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি ছাড়াও এই কমিটিতে রয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, অর্থ প্রতিমন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মন্ত্রী অরূপ বিশ্বাস ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details