পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee : সাধারণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আসুক টাকা, কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামতে চান মমতা

বিরোধীদের বৈঠকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নয়া আন্দোলনের রূপরেখা তৈরি হল বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ শুক্রবারের বৈঠকে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, আয়কর না দেওয়া মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে কেন্দ্রীয় সরকার টাকা দেয়, তার জন্য চাপ সৃষ্টি করবেন তাঁরা ৷

কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামতে চান মমতা
কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামতে চান মমতা

By

Published : Aug 21, 2021, 3:48 PM IST

কলকাতা, 21 অগস্ট : কিছুদিন আগে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Abhijit Banerjee) করোনা আবহে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন । শুক্রবার 19টি বিরোধী দলের সঙ্গে বৈঠকে সেই দাবিই তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । মমতার দাবি, বিরোধী দলগুলি একত্রিত হয়ে সরকারের উপর চাপ তৈরি করতে হবে, যাতে আয়কর দেন না এমন সাধারণ নাগরিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে অন্তত সাড়ে সাত হাজার টাকা করে দেয় কেন্দ্রীয় সরকার ৷

আসলে করোনা আবহে দেশের অর্থনীতির অবস্থা এতটাই খারাপ যে, সাধারণ মানুষের হাতে জিনিসপত্র কেনাকাটা করার জন্য টাকা নেই । এই অবস্থায় সব থেকে অসুবিধার মধ্যে রয়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা ৷ সেই কারণেই তাঁদের হাতে সরাসরি টাকা দেওয়ার জন্য সওয়াল করেছেন তিনি । যদিও মুখ্যমন্ত্রী মনে করছেন, সাধারণ মানুষের দিকে কেন্দ্রীয় সরকারের তেমন খেয়াল নেই ৷ তাই এ বিষয়ে বিরোধীদের সংঘবদ্ধভাবে সরকারের ওপর চাপ তৈরি করা উচিত । প্রয়োজনে এই দাবিকে সামনে রেখে যৌথ আন্দোলনে যাওয়া হতে পারে বলে জানিয়েছেন মমতা ।

এই বৈঠক থেকেই বিরোধীদের আরও একবার ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন মমতা । এক্ষেত্রে তাঁর বক্তব্য, আঞ্চলিক বাধ্যবাধকতা ও বিরোধিতাকে সরিয়ে রেখেই জাতীয় স্বার্থে বিরোধীদের একজোট হতে হবে । তা না হলে বিজেপির মতো প্রবল শক্তিশালী দলকে ভোটের ময়দানে শিক্ষা দেওয়া যাবে না । বাংলার মুখ্যমন্ত্রী এমনও বলেন, "চব্বিশের নির্বাচন নিয়ে বসে না থেকে এখন থেকেই যৌথ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে । জোটের মুখ কে হবেন, তা নিয়ে না ভেবে যৌথভাবে লড়াইটাকে লক্ষ্য করা হোক ।" এই দিনের বৈঠকে রাজ্যগুলোর প্রতি কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণেরও কড়া নিন্দা করেন তিনি । বিশেষ করে বিরোধী রাজ্য সরকারকে সমস্যায় ফেলতে যেভাবে মানবাধিকার কমিশনের মতো সংস্থাকে দলীয় এজেন্ডা চরিতার্থ করতে ব্যবহার করা হচ্ছে, তারও নিন্দা করেন তিনি ।

সবচেয়ে বড় কথা শুক্রবারের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলগুলোকে দ্রুত জনস্বার্থ সম্পর্কিত ইস্যুতে আন্দোলনে নামার কথা বলেন । সেক্ষেত্রে অ-বিজেপি রাজ্যগুলিকে পর্যাপ্ত করোনা টিকা দেওয়া, কৃষি আইন বাতিল, ভোজ্য তেল-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে দ্রুত যৌথ আন্দোলনে নামার ডাক দেন । একই সঙ্গে তাঁর পরামর্শ, পেগাসাস ইস্যুতে বিরোধীরা যে চাপ সরকারের উপর তৈরি করেছে, তা যেন কোনও ভাবেই হালকা না করা হয় ।

মোটের উপর শুক্রবার বৈঠক বিরোধীদের কাছে ব্যক্তিগত বাধ্যবাধকতাকে সরিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের কথাই বারবার বলেছেন তৃণমূল সুপ্রিমো । সেক্ষেত্রে তিনি সাধারণ ক্যাডারের মতো সকলের সঙ্গে একসঙ্গে লড়াই করবেন তাও জানাতে ভোলেননি তিনি । মোটের উপর দিল্লি গিয়ে জোট প্রক্রিয়ার যে সলতে পাকানো কাজ শুরু করেছিলেন তিনি, শুক্ররবারে ভার্চুয়াল বৈঠক থেকে সেই পথে আরও এক ধাপ এগিয়ে ভিত স্থাপনের কাজটা শুরু করলেন মমতা ।

আরও পড়ুন : Mamata Banerjee : সোনিয়ার বৈঠকে কৃষি আইন বাতিলের দাবি, ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক মমতার

ABOUT THE AUTHOR

...view details